× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পাঁচবিবিতে ইটাভাটা মালিকদের স্মারকলিপি প্রদান

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি।

০৪ মার্চ ২০২৫, ১৫:১৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

ভ্যাট ট্যাক্স প্রদান ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রের জন্য সরকারি কোষাগারে চালানের মাধ্যমে ফি প্রদান করা হলেও বৈধ কাগজপত্র না থাকার কারণ দেখিয়ে জয়পুরহাটের পাঁচবিবিতে  ৮  ভাটা মালিককে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে বলেছে প্রশাসন ।

প্রয়োজনীয় কাগজ না থাকলে প্রশাসনের পক্ষ থেকে ভাটাগুলো বন্ধ অথবা ভেংগে ফেলা হবে এমন খবর জানার পর ৪ মার্চ মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা এবং পরিবেশ, বণ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর  স্মারকলিপি প্রদান করেছেন উপজেলার ভাটা মালিক সমিতি। 

স্মারকলিপি প্রদান শেষে ভাটা মালিকগন সাংবাদিকদের বলেন,  প্রায় ৩০/৪০ বছর যাবৎ আমরা অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে ইটভাটা পরিচালনা করে আসছি । দেশের অবকাঠামো উন্নয়নে ভুমিকা রাখছি । সরকারি নির্দেশনা অনুযায়ী জিগজ্যাগ  প্রযুক্তির মাধ্যমে ভাটা স্হাপন করে পরিবেশ রক্ষা  করছি । প্রতি বছর ভ্যাট ট্যাক্স ও পরিবেশ অধিদপ্তরে ফি প্রদান করছি । এ অবস্হায়  আমরা সরকারের নিকট লাইসেন্স প্রদানের দাবি জানাচ্ছি । 

স্মারকলিপিতে জিগজ্যাগ ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা বন্ধ , ইটভাটা বন্ধ করলে ক্ষতিপূরণ প্রদান, ইটভাটাকে শিল্প হিসাবে ঘোষনা, এবং ইটভাটা পরিচালনায় দীর্ঘ মেয়াদি পূর্নাঙ্গ নীতিমালা ঘোষনার দাবি জানান । 

জয়পুরহাট জেলা চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ্ব আব্দুল হাকিম মন্ডল বলেন , পাঁচবিবিতে ১৪ টি ইট ভাটায় প্রায় ৫ হাজার কর্মী কাজ করছে । যার মধ্যে অনেক  আদিবাসী রয়েছে । এরা প্রায় সকলেই দিন মজুর । তিনি ভাটা গুলোকে  লাইসেন্স প্রদানের জন্য অনুরোধ করেন । এসময় উপজেলা ভাটা মালিক সমিতির সভাপতি আনিছুল ইসলাম বেলাল চৌধুরী , ভাটা মালিক মনোরঞ্জন দাস রতন, করিরুল চৌধুরী হেলাল, আবু হাসনাত মন্ডল হেলাল, শরিফুল ইসলাম বাবু  প্রমুখ সহ শতাধিক ভাটা শ্রমিক উপস্থিত ছিলেন । 

পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা( ভারপ্রাপ্ত) বেলায়েত হোসেন  বলেন , বিষয়টি উর্ধতন কর্মকর্তাকে অবগত করবো ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.