× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইয়থ ডেভেলপমেন্ট ফোরামের উদ্যোগে রমাযানের ফ্রী বাজার

সাকিব হাসান, কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি।

০৪ মার্চ ২০২৫, ১৫:৩৮ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

কুষ্টিয়ার কুমারখালীতে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ইয়থ  ডেভলপমেন্ট ফোরামের উদ্যোগে রমাযানের ফ্রী বাজার কর্মসূচির মাধ্যমে অসহায় পরিবারের মাঝে ফ্রি বাজার তুলে দেওয়া হয়েছে। 

আজ (মঙ্গলবার) সকাল ১০ টায় কুমারখালী সরকারি কলেজ মাঠে  প্রায় ৪শত  হতদরিদ্র অসহায় পরিবারের মাঝে রমযানের এই ফ্রি বাজার বিতরণ অনুষ্ঠিত হয়।


স্বেচ্ছাসেবী সংস্থা ইয়থ ডেভেলপমেন্ট ফোরামের চেয়ারম্যান আশিকুল ইসলাম চপলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলাম।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আফতাব উদ্দিন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র  কুমারখালী উপজেলা শাখার সদস্য সচিব মোঃ লুৎফর রহমান, কুমারখালী উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আফজাল হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র  কুমারখালী  পৌরসভার আহ্বায়ক হাজী মনোয়ার হোসেন, জেলা উলামা পরিষদের সভাপতি মাওলানা জুলফিকার আলী, কুমারখালী থানার অফিসার ইনচার্জ মোঃ সোলাইমান শেখ, কুমারখালী সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান জিল্লুর রহমান বিশ্বাস মধু ।


জোতমোড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও দৈনিক সংগ্রামের সংবাদদাতা মাহমুদ শরীফের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষক আব্দুল হালিম। কুমারখালী উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত অসহায় হতদরিদ্র ব্যক্তিরা চাল তেল আলু মশুর ডাল লবন ছোলা মুড়ি গ্রহন করেন।


এর আগে ৩রা মার্চ খোকসা সরকারী কলেজ মাঠে খোকসা উপজেলার দেড় শত পরিবারের মাঝেও এই ফ্রি বাজার বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খোকসা উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন। বিশেষ অতিথি ছিলেন খোকসা থানা অফিসার্স ইনচার্জ মাইনুল ইসলাম।


বিগত বছরের ন্যায় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ইয়থ ডেভলপমেন্ট ফোরামের উদ্যোগে রমাযানের ফ্রী বাজার কর্মসূচির মাধ্যমে এবারও প্রায় চারশ অসহায় পরিবারের মাঝে ফ্রি বাজার তুলে দেওয়া হল।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.