× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মাফিয়া চক্রের হামলায় লিবিয়া থেকে পঙ্গু হয়ে দেশে ফিরলেন যুবক

আরিফুল ইসলাম মামুন, ভৈরব ( কিশোরগঞ্জ) প্রতিনিধি।

০৪ মার্চ ২০২৫, ১৬:০২ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

লিবিয়ায় মাফিয়াদের হামলায় আহত হয়ে  ভৈরবের যু্বক খুরশিদ মিয়া। সেখানে মাফিয়াদের হামলায় পঙ্গু হয়ে ফিরলেন দেশে। তিনি পৌর শহরের লক্ষ্রীপুর এলাকার মো.লাল মিয়ার ছেলে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, পৌর শহরের লক্ষ্রীপুর গ্রামের ছোট্র একটি টিন সেট ঘরে অর্থের অভাবে বিনা চিকিৎসায় কাতরাছেন যুবক।

এ বিষয়ে লিবিয়া থেকে আহত যুবক খুরশিদ মিয়ার সাথে কথা হয়। তিনি জানান, ২১ মাস আগে লিবিয়ায় যান ভৈরবের খুরশিদ মিয়া। দেশে সবজি ব্যবসা করে জীবিকা নির্বাহ করতেন তিনি। উন্নত জীবন যাপনের আশায় ২১ মাস আগে লিবিয়ায় যান তিনি। সেখান থেকে ইউরোপের দেশ ইতালি যেতে দালালের সাথে ৯ লাখ টাকার চুক্তি করেন। সেই অনুযায়ী বসতবাড়ি বিক্রি ও ব্যাংক লোন করে এবং বিভিন্ন জনের কাছ থেকে   হাওলাত করে তাকে সম্পূর্ণ টাকা পরিশোধ করি। কিন্তু দালালচক্র ইতালি পাঠাবে বলে আশ্বাসে সময় পার করেন। লিবিয়া শহরের একটি ভবনের দু-তলায় থাকতেন খুরশেদ সহ কয়েকজন বাঙালি সেখান থেকে স্বপ্ন দেখেন ইউরোপ যাওয়ার । গত ২০২৪ সালের ৭ আগস্ট হঠাৎ করে লিবিয়ার মাফিয়া দল হঠাৎ করে আমাদের ধরতে ভবনে হামলা চালায়। এসময় এসময় আত্ম রক্ষার্থে দু তলা ভবন থেকে লাফ দিয়ে গুরুতর আহত হয়। এসময় তার দুটি পা ভেঙে যায়। পরবর্তীতে তার সাথে থাকা লোকজন তাকে উদ্ধার করে লিবিয়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন। এতে চিকিৎসার ব্যয়বহুল খরচে যোগাতে না পেরে কিছুদিন চিকিৎসা নিয়ে লিবিয়ায় অবস্থানরত ভৈরবের সাদেকপুর ইউনিয়ন হালিম নামের  এক যুবকের সহযোগিতায় দেশে ফিরে আসি । 

আহত যুবক খুরশিদের স্ত্রী হাজেরা বেগম বলেন, দালালের মাধ্যমে আমার জামাইকে ইতালি পাঠাতে নিজের ভিটাবাড়ি বিক্রিসহ আত্মীয়দের কাছ থেকে হাওলাদ করে ইটালি নিয়ে যাবে বলে দালালকে টাকা দেয়। এখন আমার স্বামী আহত হয়ে দেশে ফিরে এসেছেন। এখন আমার স্বামীর চিকিৎসা করাতে পারছিনা প্রতি সপ্তাহে তাকে হাসপাতালে নিয়ে ডেসিং করাতে হয় এবং ঔষধ পত্রসহ অনেক টাকা খরছ হয়। আমাদের পরিবারে ৪জন সদস্য তিনবেলা খাবার ঠিকমত খাওয়াতে পারছিনা। আমাদের চলার মত  উপার্জন করার কোন ব্যবস্থা নাই ,মাঝেমধ্যে মানুষের বাড়িতে কাজ করে কোন রকম খাবার খেতে হয়। তাই সমাজের বিত্তবান মানুষ যারা আছে তাদের কাছে আমার অনুরোধ আমার স্বামীর চিকিৎসা করাতে সাহায্যের চাই। 

এ বিষয়ে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন জানান, আমরা বারবার সবাইকে সচেতন করি বৈধ্য পথে বিদেশে যাওয়া জন্য । অবৈধ ভাবে বিদেশে গিয়ে কেউ কোন সমস্যায় পড়লে তখন সরকারি আইননুসারে সহযোগিতা করার সুযোগ থাকেনা।  তারপরও খুরশেদ মিয়া  লিবিয়ায় আহত হয়ে দেশে ফিরে মানবতর জীবন যাপন করছেন প্রশাসনের পক্ষ থেকে তাকে সহযোগিতা প্রদানের  চেষ্টা করবো।  

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.