কুষ্টিয়া পুলিশ সুপার কার্যালয়ে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি উপলক্ষে র্যাংক ব্যাজ অলংকরণ অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ে এই আয়োজন করা হয়। কুষ্টিয়া পুলিশ সুপার কার্যালয়ে মোঃ ফখরুল আলম পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) হতে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি উপলক্ষে র্যাংক ব্যাজ অলংকরণ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাকে তার সহধর্মীনির উপস্থিতিতে র্যাংক ব্যাজ পরিয়ে দেন কুষ্টিয়া পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব ফয়সাল মাহমুদ সহ জেলা পুলিশের অন্যান্য অফিসাররা। তার এ সাফল্যে বিভিন্ন মহল থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে তার শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীরা। এছাড়াও তিনি কুষ্টিয়া পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) শাখার দায়িত্ব সুনামের সাথে পালন করে আসছেন।