× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পরিবেশ উপদেষ্ট সৈয়দা রিজওয়ানা হাসান এর পদত্যাগের দাবীতে পঞ্চগড়ে বিক্ষোভ সমাবেশ

পঞ্চগড় প্রতিনিধি।

০৪ মার্চ ২০২৫, ১৭:১৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

পঞ্চগড়ে ইট ভাটা বন্ধ না করার জন্য বর্তমান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এর অতি শিঘ্রই পদত্যাগের দাবীতে  বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে ইট ভাটা মালিক সমিতি ও শ্রমিকরা।

আজ (৪ মার্চ)  দুপুরে পঞ্চগড় চিনিকল মাঠ থেকে জেলার ইট ভাটার মালিক ও কাজে নিয়োজিত ইট ভাটা শ্রমিকরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ করে। 
সমাবেশ শেষে পঞ্চগড় জেলা ইট ভাটা মালিক সমিতির সভাপতি ও বোদা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সফিউল্লাহ সুফি ও সাধারন সম্পাদক শাহীন ইসলামসহ ভাটা মালিকরা জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন। পঞ্চগড়ের জেলা প্রশাসক মোঃ সাবেত আলী স্মারকলিপি গ্রহন করেন। 

বিক্ষোভ সমাবেশে পঞ্চগড় জেলা ইট ভাটা মালিক সমিতির সভাপতি ও বোদা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সফিউল্লাহ সুফি বলেন, আমরা ইট ভাটা মালিকরা দীর্ঘদিন ধরে নিজ নিজ ইট ভাটা প্রতিষ্ঠানগুলো অত্যন্ত সুনামের সাথে পরিচালনা করে আসছি। আমরা ভাটার আয় হতেই সরকারের ভ্যাট, ট্যাক্সসহ যাবতীয় সরকারি ফি, সরকারের বিভিন্ন কর্মকান্ডে অনুদান, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক অনুষ্ঠানে সহযোগিতা, ধর্মীয় অনুষ্ঠান গুলোতে সহযোগিতা করে আসছি। সরকারের বিধি মোতাবেক ভাবেই আমরা ইট ভাটা পরিচালনা করছি। সরকারের রাজস্ব প্রদানে আমরা উল্লেখযোগ্য অবদান রাখছি। সরকারের উন্নয়ন খাতে আর্থিক সহযোগিতা করতেছি।

এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ ইট ভাটা মালিক ও শ্রমিকদের দাবির সাথে একাত্বতা ঘোষনা করে বলেন, সরকারের কাছে আমার দাবি আপনারা ইট ভাটা বন্ধ করে দেন এতে আমার আপত্তি নাই। তবে ভাটা বন্ধ করার আগে হাজার হাজার ইট ভাটার শ্রমিকদের কি কর্মসংস্থান করবেন। এসময় ইট ভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদকসহ জেলার প্রত্যেকটি ইট ভাটার মালিক ও শ্রমিকরা উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.