ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ৩৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক শহীদুল হক শহীদকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। সম্প্রতি রাজধানীর ধোলাইখাল এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় তার ও তার দলের কিছু নেতাকর্মীর সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। এ বিষয়ে ব্যাখ্যা চেয়ে তাকে ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
আজ (৪ মার্চ) ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান মিন্টু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে, গত ৩ মার্চ ২০২৫ রাতে ঢাকার ধোলাইখাল এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, শিক্ষার্থীদের একটি দল স্থানীয় একটি এলাকায় গেলে সেখানে কথাকাটাকাটির জেরে উত্তেজনা সৃষ্টি হয় এবং পরে সংঘর্ষ বাধে। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হন। ঘটনার পরপরই শিক্ষার্থীদের পক্ষ থেকে দোষীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে।
এই ঘটনার সঙ্গে বিএনপি নেতা শহীদুল হক শহীদ ও তার সহযোগীদের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। বিষয়টি তদন্ত করে তাদের অবস্থান স্পষ্ট করতে দলীয়ভাবে শহীদুল হক শহীদকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। অন্যথায় প্রয়োজনীয় সাংগঠনিক ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সতর্ক করা হয়েছে।