× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন আওয়ামী লীগ নেতা

হৃদয় হাসান, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি।

০৪ মার্চ ২০২৫, ১৭:৫৪ পিএম । আপডেটঃ ০৪ মার্চ ২০২৫, ২১:১০ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ৬নং আদারভিটা ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান হাবিব প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিয়েছেন।

দক্ষিণ পটাদহ এলাকার বাসিন্দা হাফিজুর রহমান হাবিব নাশকতা মামলায় কারাগারে ছিলেন। গত ৫ আগস্ট সরকার পতনের পর নাশকতার অভিযোগে দায়ের হওয়া মামলায় তিনি আটক হন এবং চলতি বছরের জানুয়ারি মাসে কারাগারে পাঠানো হয়।

কারাবন্দি থাকা অবস্থায় গত ৩ মার্চ ২০২৫ তারিখে রাত ১১ টায়  তার মা হামেদা বেগম (৯৫) মৃত্যুর সংবাদ পান তিনি। এ খবরে ভেঙে পড়েন হাফিজুর রহমান হাবিব। মায়ের 

শেষ বারের মত মায়ের মুখ দেখা ও জানাযা - দাফনে অংশ নেওয়ার  জন্য পরিবারের লোকজনের  মাধ্যমে জামালপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এর কাছে প্যারোলে মুক্তির আবেদন করেন। পরে জেলা প্রশাসক হাছিনা বেগম ৪ ঘন্টার জন্য দুপুর ১- বিকাল ৫ টা পর্যন্ত তাকে প্যারোল মুক্তি দেন। এরপর তাকে পুলিশ পাহারায় নিজ এলাকায় নেওয়া হলে তিনি মায়ের জানাযা  ও দাফনে অংশ নেন।  পরে নির্ধারিত সময় শেষ হবার পর তাকে আবার কারাগারে আনা হয়

পরিবারের আবেদনের প্রেক্ষিতে প্রশাসন বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে তাকে অস্থায়ী মুক্তি (প্যারোল) মঞ্জুর করে। নির্ধারিত সময়ের জন্য মুক্তি পেয়ে হাবিব তার গ্রামের বাড়িতে আসেন এবং মায়ের জানাজায় অংশ নেন।

মঙ্গলবার, ৪ মার্চ  ২০২৫, বাদ যোহর  পারিবারিক কবরস্থানে তার মায়ের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয়  নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি, আত্মীয়-স্বজন এবং অসংখ্য সাধারণ মানুষ অংশ নেন। পরে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মাদারগঞ্জ মডেল থানায় অফিসার ইনচার্জ হাসান আল মামুন বলেন, "মানবিক দিক বিবেচনায় হাফিজুর রহমান হাবিবের প্যারোলে মুক্তি দেন আদালত । নির্ধারিত সময় শেষে তিনি আবার কারাগারে ফিরে যাবেন।"

হাবিবের প্যারোলে মুক্তি এবং জানাজায় অংশগ্রহণকে স্বাগত জানিয়েছেন স্থানীয়  নেতাকর্মী ও এলাকাবাসী। তারা এ ঘটনাকে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.