× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কবি নজরুল সরকারি কলেজে ছাত্রকল্যাণ পরিষদের ২৭ সদস্যবিশিষ্ট কমিটি

আরিফ খন্দকার, কুষ্টিয়া প্রতিনিধি।

০৪ মার্চ ২০২৫, ১৮:৩৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

অর্থনীতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাসেল শেখকে সভাপতি এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বিপ্লব হোসেনকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।

আজ (৪ই মার্চ,২০২৫) কবি নজরুল সরকারি কলেজে ঢাকা। কুষ্টিয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদের আগামী এক বছরের জন্য পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়। সভাপতি রাসেল শেখ বলেন, কবি নজরুল সরকারি কলেজের কুষ্টিয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদ আমাদের প্রাণের সংগঠন।

কুষ্টিয়া জেলার প্রায় শতাধিক শিক্ষার্থী কবি নজরুলের ক্যাম্পাসে অধ্যয়নরত। আমরা সবাই একত্রিত হয়ে শিক্ষার্থীদের যেকোনো যৌক্তিক প্রয়োজন এবং সমস্যায় পাশে থাকব। আমাদের লক্ষ্য শিক্ষার্থীবান্ধব সেবা প্রদান করা। আমরা জেলা কল্যাণ পরিষদে প্রচলিত কাজের বাইরেও সৃজনশীল কার্যক্রম পরিচালনা করতে চাই, যেমন বিভিন্ন ক্যারিয়ার ওয়ার্কশপ, রিসার্চ ফেয়ার, বিতর্ক প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, এবং আইডিয়া শেয়ারিং সেমিনার।

সর্বোপরি উপদেষ্টা পরিষদ, এ্যালামনাই এবং সকলের সহযোগিতায় আমাদের সংগঠনের সকল সদস্যদের যেকোনো পরিস্থিতিতে পাশে থাকব, ইনশাআল্লাহ। সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন বলেন, কবি নজরুল সরকারি কলেজের কুষ্টিয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদ একটি অরাজনৈতিক সংগঠন। আমাদের উদ্দেশ্য সাংস্কৃতিক রাজধানী কুষ্টিয়ার সকল শিক্ষার্থীকে একত্রিত করা, পারস্পরিক সহযোগিতা এবং সৌহার্দ্য বজায় রাখা। যেকোনো পরিস্থিতিতে আমরা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সমস্যার মোকাবিলা করব। আমরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে কুষ্টিয়া জেলা এবং দেশকে উজ্জ্বলভাবে গড়ে তুলতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

কমিটিতে অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সিনিয়র সহ-সভাপতি জাহিদ ইসলাম , সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফারহান আহম্মেদ সাইফ, সাংগঠনিক সম্পাদক সুরুজ হোসাইন, দপ্তর সম্পাদক মোঃ মুসফিক হাসান মুন্না, প্রচার সম্পাদক সাকিল হোসাইন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.