× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চট্টগ্রামের পাহাড়খেকো কাউন্সিলর জসিম ঢাকায় গ্রেপ্তার

চট্টগ্রাম ব্যুরো।

০৬ মার্চ ২০২৫, ১৩:১০ পিএম

ছবিঃ সংগৃহীত।

বহুল আলোচিত ও পাহাড়খেকো কাউন্সিলর হিসেবে পরিচিত চট্টগ্রাম সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, আওয়ামী লীগ নেতা জহুরুল আলম জসিমকে ঢাকা থেকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

বুধবার (০৫ মার্চ) গভীর রাতে ঢাকার বনশ্রী এলাকা থেকে চট্টগ্রামের আকবর শাহ থানা পুলিশের একটি আভিযানিক দল জসিমকে গ্রেফতার করে।

জসিম উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের সর্বশেষ কমিটির যুগ্ম আহ্বায়ক। নগরীর আকবর শাহ এলাকায় বছরের পর বছর সরকারি একাধিক পাহাড় কেটে বিশাল সাম্রাজ্য গড়েছিলো চসিকের সাবেক এই কাউন্সিলর। গত বছরের ৫ই আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর জসিম আত্মগোপনে চলে যায়। বৃহস্পতিবার এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে আকবর শাহ থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

জসিমের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আকবর শাহ এলাকায় পাহাড় কেটে রাস্তাসহ বিভিন্ন স্থাপনা তৈরির অভিযোগ রয়েছে।২০২৩ সালের ২৬ জানুয়ারি আকবর শাহ এলাকায় পাহাড় কাটা ও ভরাটের স্থান পরিদর্শনে গেলে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী ও বর্তমান অন্তবর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের গাড়িতে ঢিল ছোড়া ও হুমকি দেওয়ার মামলায় ১ নম্বর আসামি হিসেবে তাকে অভিযুক্ত করা হয়েছিল।

এর আগে গত ১৮ ফেব্রুয়ারি আকবর শাহ থানা এলাকায় একটি বহুতল আবাসিক ভবনে সাবেক কাউন্সিলর জহিরুল আলম জসিম লুকিয়ে আছে এমন সংবাদে স্থানীয় লোকজন পুরো ভবন সারা রাত ঘেরাও করে রেখেছিল। এরপর পুলিশ পুরো ভবন তল্লাশী চালিয়ে জসীমকে পাননি। তবে জসিমের স্ত্রীকে ঐ ভবনের একটি ফ্ল্যাট থেকে গ্রেফতার করে পুলিশ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.