গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের 'স্থানীয় সরকার বিভাগ, ইউরোপীয় ইউনিয়ন ও ইউএনডিপির যৌথ অর্থায়নে ইয়ং পাওয়ার সোশ্যাল এ্যাকশন (ইপসা) কর্তৃক তৃতীয় প্রকল্প বাস্তবায়নে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নে গ্রাম আদালতকে সক্রিয় করে প্রান্তিক জনগণকে সঠিক সেবা প্রদানের জন্য তথ্যভিত্তিক আলোচনা সভা ও তদসংক্রান্ত ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে।
তারই ধারাবাহিকতায় ৬-ই-মার্চ বৃহস্পতিবার নবীনগর উপজেলার নবীনগর পূর্ব ইউনিয়ন পরিষদে এই বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে কমিউনিটি সভা ও সেই সংক্রান্ত ভিডিও প্রদর্শনী করা হয়।
'অল্প সময়ে, স্বল্প খরচে, সঠিক বিচার পেতে চলো যাই আদালতে' এই স্লোগানে উপজেলার প্রতিটি ইউনিয়নের অংশ হিসেবে নবীনগর পূর্ব ইউনিয়ন পরিষদে এই কর্মসূচি পালন করা হয়।
পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হেলাল উদ্দিন সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ইউএনডিপির নবীনগর উপজেলার সমন্বয়কারী ওবায়দুল হক সৌরভের সঞ্চালনায়। বক্তব্য রাখেন ইউপি সচিব নাজমুল হক এবং হিসাবরক্ষক ও কান কম্পিউটার অপারেটর সাফায়াত ।
এসময় সেখানে উপস্থিত ছিলেন সকল ইউপি সদস্যগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।