× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কমলগঞ্জে জামায়াতে ইসলামির উদ্যোগে বিনা লাভের দোকান

জায়েদ আহমেদ, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি।

০৬ মার্চ ২০২৫, ১৪:৩৬ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

নিত্যপ্রয়োজনীয় পণ্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে জামায়াতে ইসলামীর উদ্যোগে বিনা লাভের দোকান ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। পবিত্র মাহে-রমজান উপলক্ষে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কমলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বিনা লাভের দোকানের উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মো. মাসুক মিয়া।

মঙ্গলবার (৫ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার ভানুগাছ বাজারের ইসলামী ব্যাংকের উত্তর পাশে তামান্না ট্রেডার্স-এ এই বিশেষ দোকানের উদ্বোধন করা হয়।

এ সময় উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মো. মাসুক মিয়া বলেন, রমজান মাসে সাধারণ জনগণের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করে জামায়াতে ইসলামী এ উদ্যোগ গ্রহণ করেছে। ৪ রমজান থেকে আগামী ১৫ রমজান পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই দোকানে নিত্যপ্রয়োজনীয় পণ্য ন্যায্যমূল্যে বিক্রি করা হবে। জনসেবামূলক এ উদ্যোগের মাধ্যমে এলাকার নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ উপকৃত হবেন।

কমলগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি এডভোকেট কামরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ইব্রাহীম মোহাম্মদ আব্দুহু, ভানুগাছ বাজার পৌর বণিক সমিতির সহ-সভাপতি জামায়াত নেতা কাজ্বী মামুনুর রশীদ, কমলগঞ্জ পৌর জামায়াতের আমির আব্দুল হাই, কমলগঞ্জ সদর ইউপি জামায়াতের আমির এবাদুর রহমান।

এসময় অন্যান্যদের মধ্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কমলগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি আলতাফুর রহমান, কমলগঞ্জ পৌর শিল্প ও ব্যবসায়িক শাখার সভাপতি আরমান হোসেন দোলনসহ জামায়াতে ইসলামী এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

স্থানীয় ক্রেতারা জামায়াতে ইসলামী এর এ উদ্যোগের প্রশংসা করে বলেন, রমজানে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির সময়ে এমন সহায়তা সত্যিই প্রশংসনীয়। তারা আশা করেন, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.