× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফেনীতে স্টার লাইন ফুড কারখানায় ভয়াবহ আগুন

ফেনী প্রতিনিধি

২৫ মার্চ ২০২২, ১০:০০ এএম

কারখানায় দাউ দাউ করে আগুন জ্বলছে। ছবি: সংবাদ সারাবেলা

ফেনীতে স্টার লাইন ফুড প্রোডাক্টের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

জেলার সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের কাশিমপুরে ওই কারখানাটি অবস্থিত।

শুক্রবার (২৫ মার্চ) দুপুর দেড়টার দিকে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

ফেনী ও আশপাশের বিভিন্ন এলাকার থেকে আসা ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফেনী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দি এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, ফেনী মাইজদী সড়কের পাশে অবস্থিত এই কারখানায় গত বছরও অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষতি হয়েছিল।

স্টার লাইন ফুড প্রোডাক্টসের পরিচালক মাইন উদ্দিন বলেন, শুধু জানি ভয়াবহ আগুন লেগেছে। কীভাবে লেগেছে তা এখনও কিছুই জানি না।

তিনি জানান, ওই কারখানায় সেমাই, বিস্কুট, নুডুলস, কেক, চানাচুর, পাউরুটিসহ নানা রকম খাদ্যপণ্য তৈরি হয়। প্রায় দেড় হাজার শ্রমিক কাজ করেন।

কারখানার শ্রমিক আব্দুল মোমেন বলেন, আমাদের ভাগ্য খুব খারাপ, সামনে রোজার ঈদ আসছে, মালিক টাকা রোজগার করতে না পারলে আমাদের কীভাবে দিবে? এখন আমরা দুশ্চিন্তায় আছি।

সেমাই শ্রমিক নুরুল আফসার জানান, সেমাইয়ের কাজে প্রায় ৫০০ শ্রমিক কাজ করে। রমজান মাস উপলক্ষে অনেক কাজ চলছিল। সব পুড়ে ছাই হলো।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.