× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পাঁচবিবি সাব রেজিষ্ট্রি অফিসে ঘুষ দূর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি।

০৬ মার্চ ২০২৫, ১৫:২৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

জয়পুরহাটের পাঁচবিবি সাব রেজিষ্ট্রি অফিসে টাকা নিয়ে ভুয়া দলিল সম্পাদন, দলিল খরচের নামে দলিল লেখক সমিতির সদস্যরা সাধারণ মানুষের নিকট থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে বিক্ষোভ ও সাব রেজিষ্ট্রি অফিস ঘেরাও করেছে বৈষম্য বিরোধী ছাত্র  আন্দোলনের ছাত্ররা।

৬ মার্চ বৃহস্পতিবার ১১ টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পাঁচবিবি উপজেলা শাখা ও সাধারণ জনতার ব্যানারে উপজেলা সাব রেজিষ্ট্রি অফিসের সামনে এ বিক্ষোভ কর্মসূচী পালন করে তারা।
এতে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জয়পুরহাট জেলা শাখার আহবায়ক হাসিবুল হক সানজিদ,  মুর্খ্য সংগঠক নাহিদ, যুগ্ম আহবায়ক আল আমিন ফকির, ফারজান হোসেন, আলিফ, সংগঠক মমো, তাসনিয়া, আনিকা, তাহসিন প্রমুখ।

বক্তারা বলেন, ৫ ই আগস্ট ছাত্র জনতার রক্তের বিনিময়ে ফাসিস্ট  আওয়ামী সরকারের পতন হয়েছে। তারপরও সাব রেজিষ্ট্রি অফিসে ঘুষ, দূর্নীতি অনিয়ম চলছে দেদারছে। এখানে সাধারণ মানুষ প্রতিনিয়ত হয়রানি ও হেনস্থার স্বীকার হচ্ছেন। আগামী ২৪ ঘন্টার মধ্যে সাব রেজিষ্ট্রি অফিসের অনিয়মিত দূর্ণীতি বন্ধের আল্টিমেটাম দেন তারা।

এর আগে সাব রেজিষ্ট্রি অফিসের এজলাসে ঢুকে সাব রেজিষ্ট্রিটার, অন্যান্য কর্মচারী সহ দলিল লেখক সমিতির সভাপতি সাধারণ সম্পাদক কে প্রায় এক ঘন্টা অবরুদ্ধ করে রাখেন বৈষম্য বিরোধী ছাত্ররা।
পাঁচবিবি দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবুল মহুরী বলেন, তারা অভিযোগ করছে তা সম্পূর্ণ বানোয়াট ও মিথ্যা। 

উপজেলা সাব রেজিষ্টার (অতিরিক্ত দায়িত্ব) এসএম কামরুল হোসেন বলেন, আমি মাত্র একদিন আগে এখানে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করেছি। তাদের অভিযোগ গুলো লিখিত আকারে জানালে আমি উর্ধত্বন কৃর্তপক্ষকে অবহিত করবো।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.