× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাজারে হামলা মা-ছেলে ও জামাই গুরুতর আহত

মিজানুর রহমান মিজান , লালমনিরহাট প্রতিনিধি।

০৬ মার্চ ২০২৫, ১৬:৪০ পিএম

ছবিঃ সংগৃহীত।

লালমনিরহাট সদর উপজেলার তালুক খুটামারা এলাকায় পূর্ব শত্রুতার জেরে মোছাঃ মমতাজ বেগম (৪৮), তার ছেলে মোঃ মেহেদী হাসান ও জামাই মোঃ মিজানুর রহমানকে মারধর ও লুটপাটের অভিযোগ উঠেছে।

মমতাজ বেগম অভিযোগ করেন, গত ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি ও তার ছেলে বত্রিশ হাজারী বাজারে গেলে সাতজন সংঘবদ্ধ হামলাকারী দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। লোহার রড, বাঁশের লাঠি ও গাছের ডাল দিয়ে বেধড়ক মারধরের একপর্যায়ে তার জামাই মিজানুর রহমান তাদের রক্ষা করতে গেলে তাকেও আক্রমণ করা হয়।

তিনি আরও জানান, হামলাকারীরা তার শাড়ি ও ব্লাউজ ছিঁড়ে শ্লীলতাহানি ঘটায় এবং গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। এছাড়া, তার জামাইয়ের পকেট থেকে কিস্তির টাকা ও মাদ্রাসার বেতনের ১৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে মমতাজ বেগম ও মিজানুর রহমান চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে অভিযুক্ত কালামের সঙ্গে যোগাযোগ করা হলে সে বলেন মারামারির বিষয়ে আমি জানি কিন্তু আমি মারামারি করিনি বাকি অভিযুক্তরা করেছেন।

এ ঘটনায় লালমনিরহাট সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নূরুন্নবী বলেন, "বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.