× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

৪ দিন ধরে সমুদ্রে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড

কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধি।

০৬ মার্চ ২০২৫, ১৬:৫৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

ইঞ্জিন বিকল হয়ে ৪ দিন ধরে সমুদ্রে ভাসতে থাকা ৩৯: এমভি মা বাবার দোয়ার জাহাজের ১৩ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। আজ (৬ মার্চ) সকালে কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফট্যানেন্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি জানান, জাতীয় জরুরি সেবা (৯৯৯) হতে জানা যায়, ৩৯: এমভি মা বাবার দোয়া নামের একটি ফিশিং বোট গত ৪ দিন ধরে ইঞ্জিন বিকল অবস্থায় সমুদ্রে ভাসমান আছে। বোটটি সুন্দরবনের দুবলারচরের আলোরকোল থেকে আনুমানিক ১০ নটিক্যাল মাইল পশ্চিমে সমুদ্রে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, কোস্ট গার্ড পশ্চিম জোন অধিনের আউটপোস্ট দুবলা থেকে ৪ সদস্য বিশিষ্ট একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে যায়।

উদ্ধারকারী দল বোটের অবস্থান সনাক্ত করে ও বুধবার (৫ মার্চ) সন্ধ্যায় সফলভাবে বিকল বোটটির ১৩ জন জেলেকে উদ্ধার করে। পরে উদ্ধারকারী দল বোটসহ ক্রুদের নিরাপদে দুবলার চরে নিয়ে আসে। ফিশিং বোটটি বরিশালের পাথরঘাটা থেকে ১২ দিন আগে সমুদ্রে যাত্রা করেছিল।

উদ্ধার বোটটির মালিক পক্ষ জানায়, তারা নিজস্ব ব্যবস্থাপনায় বোটটি মেরামত করবে এবং পরবর্তীতে সুবিধাজনক সময় বরিশালের নিয়ে যাবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.