ফেনীর দাগনভূঞায়,ফেনী জেলা ছাত্রদলের সহ-সভাপতি কাজী জামশেদুর রহমান ফটিকের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন করেছে দাগনভূঞা উপজেলা, পৌরসভা,কলেজ ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার বিকেলে দাগনভূঞার একটি রেষ্টুরেন্টে আয়োজিত সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা যুবদলের সদস্য আলাউদ্দিন মিস্টার।
লিখিত বক্তব্যে তারা অভিযোগ করে বলেন যে, দাগনভূঞায় বিএনপিকে ধ্বংস করার নীল নকশার অংশ হিসেবে আওয়ামী স্বৈরাচারি দোসরদের দেয়া একটি মিথ্যা অভিযোগের ভিত্তিতে কোনরকম কারন দর্শানোর নোটিশ বা শোকজ ছাড়া কেন্দ্রীয় ছাত্রদল কাজী জামশেদুর রহমান ফটিককে ফেনী জেলা ছাত্রদলের পদ থেকে বহিষ্কার করে। ছাত্রদলের ফেসবুক পেইজে এ বহিষ্কারাদেশের একটি চিঠি পোস্ট করা হয়। এ বিষয়ে ফেনী জেলা ছাত্রদলও অবগত নেই বলে জানান সংবাদ সন্মেলনে।
সংবাদ সন্মেলনে বলেন, দাগনভূঞার কর্মীবান্ধব নেতা কাজী ফটিক। তাকে বহিষ্কারের ঘটনায় দাগনভূঞায় বিএনপি ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীর হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমরা এ সংবাদ সন্মেলনের মাধ্যমে তৃণমূলের এ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে বহালের দাবী জানাচ্ছি।
এসময় সংবাদ সন্মেলনে উপস্থিত ছিলেন, ফেনী জেলা ছাত্রদলের সহ-আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইদ্রীস, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক নুর মোহাম্মদ পলাশ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন গাজী, ফখরুল ইসলাম রানা, আবু মাজেদ অশ্রু, পৌরসভা ছাত্র দলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক নুরুল করিম রুবেল, যুগ্ন আহ্বায়ক ফখরুল ইসলাম মামুন, ইকবাল কলেজ ছাত্রদলের আহ্বায়ক আমজাদ পারজেল, যুগ্ন আহ্বায়ক রায়হান, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক খুরশীদ আলম জাবেদ, পৌরসভা যুবদলের যুগ্ন আহ্বায়ক সাইফুল ইসলাম সবুজ, সদর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক চৌধুরি, ইয়াকুব পুর ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফয়সাল, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক নুরুল হুদা টিপু ও ফয়েজ উল্যাহ প্রমুখ।