নড়াইলে স্বামীর
স্বীকৃতি না পেয়ে জেসমিন খানম (২৫) নামে এক নারী তার স্বামী মনির খানের উপর অভিমান
করে বিষপান করে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
শুক্রবার
(২৫ মার্চ) রাতে জেলার নড়াগাতী থানার মাউলি ইউনিয়নের উত্তর মহাজন গ্রামে এ ঘটনা ঘটে।
জেসমিন নড়াগাতী
থানার মাউলি ইউনিয়নের উত্তর মহাজন গ্রামের মৃত বজলুর রহমান মোল্লার মেয়ে। সে শুক্রবার
সন্ধ্যায় বিষপান করে। বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে নিয়ে যান। পরে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বড়
বোন সালমা বেগম অভিযোগ করে বলেন, গত তিন মাস আগে প্রেমের সম্পর্কের জেরে একই গ্রামের
রিয়াজ খানের ছেলে মনির খানের সাথে জেসমিনের বিয়ে হয়। কিন্তু বিয়ের দুইদিন পর থেকে মনির
জেসমিনের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। এমন কি মনিরের পরিবার এই বিবাহ মেনে নেয়নি।
এ বিষয়ে লোহাগড়া
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন আত্মহত্যার ঘটনার সত্যতা নিশ্চিত
করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ
ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।