× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি ও খুলনা জেলা ইটভাটা মালিক সমিতির বিক্ষোভ

নুরুল আমিন নুর, খুলনা প্রতিনিধি।

০৬ মার্চ ২০২৫, ১৯:০৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

আজ (৬ মার্চ) সকাল সাড়ে ১০ টায় বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি ও সহযোগী সংগঠন খুলনা জেলার ব্যানারে উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক শেখ আব্দুস সাত্তারের নেতৃত্বে 'সরকারি সিদ্ধান্ত ইটভাটা বন্ধের প্রতিবাদে' খুলনা সার্কিট হাউজ মাঠে  বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন জেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির উপদেষ্টা ইদ্রিস আহমদ জমাদার, যুগ্ম সাধারণ সম্পাদক ইমামুল কোবির, সাংগঠনিক সম্পাদক জমাদ্দার জাকির হোসেন, ইমাম আহমেদ জমাদ্দার, সভাপতি শাজাহান জমাদ্দার।
বক্তারা বলেন, আমরা সরকারি সিদ্ধান্ত মেনে দীর্ঘদিন ধরে ইট প্রস্তুত করি এবং নিয়মিত সরকারকে ভ্যাট ট্যাক্স দিয়ে আসছি। ইট প্রস্তুত একটি শিল্প এর সাথে প্রায় ২ কোটি মালিক ও শ্রমিক জীবিকা সম্পৃক্ত। সরকারের মধ্যে কিছু ঘাপটি মেরে থাকা কুচক্রী মহল এই শিল্পকে বন্ধ করে দিয়ে কাদের স্বার্থ রক্ষা করা হচ্ছে? আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। 

এ সময় তাদের স্লোগানে উল্লেখ করেন, ভাত দে নাইলে কাজ দে, সন্ত্রাস চাইনা মাদক চাইনা ইট ভাটার কাজ চাই, ভ্যাট দেবো ট্যাক্স দেব ইটভাটা বন্ধ কেন বলে স্লোগান দিতে থাকে। পরবর্তীতে সাড়ে ১১টার দিকে সার্কিট হাউস মাঠ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে হাদিস পার্কের সামনের রাস্তা দিয়ে জেলা প্রশাসকের কার্যালয় এসে পৌঁছান এবং জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন।
 
উল্লেখ্য নন্দনপুরীর ভাটার সরদার ও তার লেবারের মধ্যে টাকা লেনদেন নিয়ে তর্কাতড়ির জের ধরে হাতাহাতি হয়। একজন আহত হয়। খুলনা সদর হাসপাতাল থেকে রেফার করলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। জানা যায় নাকের উপর বক্সিং মারাতে নাক ফেটে রক্ত বের হয়। আরো জানা যায় সিঙ্গারচর এর কুদ্দুস সর্দারের লোক তাকে মারধর করে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.