× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভালুকায় গৃহবধূকে মারধর ও সম্পত্তি লুট, থানায় অভিযোগ

সাজ্জাদুল আলম খান, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি।

০৮ মার্চ ২০২৫, ০০:৩০ এএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

ময়মনসিংহের ভালুকায় পারিবারিক বিরোধের জেরে এক গৃহবধূর উপর হামলার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে উল্লেখিত ব্যক্তিদের বিরুদ্ধে বাড়ি-ঘর ভাংচুর, মারধর ও সম্পত্তি ক্ষতিগ্রস্ত করার অভিযোগ আনা হয়েছে।

ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নের পাইলাব গ্রামের মৃত মুন্তাছ আলী শেখের ছেলে মোঃ মফিজুলের পরিবারের সাথে একই এলাকার আব্দুল বাতেনের ছেলে মোঃ মনির মিয়া (৩৮), মোঃ মামুন মিয়া (৩৫), মোঃ নাঈম মিয়া (৩০) এবং বাতেনের স্ত্রী মোছাঃ মাজেদা খাতুন (৫৫) এর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। গত ৩ মার্চ দুপুর ১২টার দিকে উল্লেখিত ব্যক্তিরা সহ অজ্ঞাত আরও ৪-৫ জন পূর্ব পরিকল্পিতভাবে ধারালো দা, লোহার রড, শাবল, বাঁশের লাঠি ইত্যাদি দেশীয় অস্ত্র নিয়ে মফিজুলের বসত-বাড়িতে হামলা করে। এসময় মফিজুলের স্ত্রী মোছাঃ চম্পা বেগম (৪২) ও মেয়ে মোছাঃ শাহিনুর আক্তার (২৪) সহ মফিজুলকে মারধর করা হয়। এতে চম্পা বেগম গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী মফিজুল জানান, হামলাকারীরা তার বসত-বাড়িতে জোরপূর্বক প্রবেশ করে টিনের বেড়া ভাংচুর করে ৪,৫০,০০০ টাকার ক্ষয়ক্ষতি করে। এছাড়া ঘরের আসবাপত্র ভাংচুর করে ২,৫০,০০০ টাকার ক্ষয়ক্ষতি সহ একটি ৪৫,০০০ টাকার স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় এবং তার মেয়ের ভ্যানিটি ব্যাগ থেকে নগদ ১,২৫,০০০ টাকা জোরপূর্বক নিয়ে নেয়। হামলাকারীরা পরবর্তীতে তাদের মেরে ফেলার হুমকি দেয়। মফিজুলের পরিবার প্রাণভয়ে আতঙ্কিত এবং তারা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও বিচার চেয়েছেন।

অভিযুক্ত মনির মিয়া দাবি করেন, মফিজুলের পরিবার তাদের সম্পত্তি জোরপূর্বক দখল করে রেখেছে এবং পারিবারিক কলহের জেরে উভয়পক্ষের মধ্যে মারামারি হয়েছে। তিনি আরও বলেন, মফিজুলের পরিবারও তাদের মারধর করেছে।

ভালুকা মডেল থানার ওসি শামসুল হুদা খান জানান, তারা একটি লিখিত অভিযোগ পেয়েছেন এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.