চট্টগ্রামের সাতকানিয়ায় নেজাম ও আবু ছালেককে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ডের বিষয়ে চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের মিথ্যা বানোয়াট বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ মার্চ) বাদে জুমা সাতকানিয়া উপজেলার কাঞ্চনা কাজীর জামে মসজিদ থেকে শুরু করে জোটপুকুরিয়া হতে ফুলতলা এসে বিক্ষোভ মিছিলটি সমাপ্ত হয়।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়ে প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার আওয়ামী নেতার স্টাইলে শেখ হাসিনা ও খুনীদের খুশি করার জন্য যে বক্তব্য দিয়েছে অবিলম্বে সেই বক্তব্য প্রত্যাহার ও পুলিশ সুপারকে বদলি করতে হবে।
বক্তারা আরও বলেন, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু জুলাই অভুত্থানের যোদ্ধাদের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট বক্তব্য দিয়েছে।অবিলম্বে এই বক্তব্য প্রত্যাহার করতে হবে।শহীদ নেজাম ও আবু ছালেকের খুনিদের গ্রেপ্তারের পরিবর্তে উল্টো তাদের বিরুদ্ধে প্রিঙ্গার প্রিন্ট যাচাই না করে উদ্দ্যেশ্য প্রণোদিতভাবে মিথ্যা অস্ত্র মামলা দেওয়া হয়েছে।অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার ও চট্টগ্রাম জেলা পুলিশ সুপারকে বদলির দাবি জানান বক্তারা।
এসময় বক্তারা আরও বলেন, চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের বক্তব্য প্রত্যাহার ও খুনিদের দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা না হলে থানা ঘেরাও সহ কঠিন কর্মসূচির হুশিয়ারি ঘোষণা করা হবে।
বক্তারা বলেন, নির্মমভাবে পরিকল্পিত হত্যাকাণ্ডের পরও পুলিশ প্রশাসন এখনো পর্যন্ত কোন আসামীদের গ্রেপ্তার না করে উল্টো নানাভাবে হয়রানি চালিয়ে যাচ্ছে।
সমাবেশে বক্তব্য রাখেন সাতকানিয়া উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ও কাঞ্চনা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আবু তাহের,কাঞ্চনা ইউনিয়ন জামায়াতের বায়তুলমাল সম্পাদক মাওলানা মোরশেদুল আলম,কাঞ্চনা ইউনিয়ন জামায়াত কর্মী এরশাদ,আব্দুল হামিদ প্রমুখ।
উল্লেখ্য, চট্টগ্রামের সাতকানিয়ায় মব জাস্টিস সৃষ্টি করে পরিকল্পিতভাবে হত্যা করা হয় জামায়াত কর্মী নেজাম উদ্দিন ও আবু ছালেককে।উক্ত ঘটনার বিষয়ে মিথ্যা বানোয়াট বক্তব্য প্রদান করায় চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের বক্তব্য প্রত্যাহার ও বদলির দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।