× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের গোলাগুলি, যুবক নিহত

কক্সবাজার প্রতিনিধি।

০৯ মার্চ ২০২৫, ১৪:২৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা আশ্রয়শিবিরে সশস্ত্র দুই রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে মোহাম্মদ রফিক (৩৩) নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন।

নিহত মোহাম্মদ রফিক উখিয়ার ৮ ইস্ট ক্যাম্পের বি-২১ ব্লকের বাসিন্দা শামসু আলমের ছেলে। তার এফসিএন নম্বর ১২১৮১৬। শনিবার (৮ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উখিয়ার কুতুপালং ৮-ডব্লিউ রোহিঙ্গা আশ্রয়শিবিরের বি-২১ ব্লকে এ ঘটনা ঘটে। উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ক্যাম্প-৮ ডব্লিউ ও ক্যাম্প-৮ ইস্টের মধ্যে সশস্ত্র রোহিঙ্গা সংগঠন এআরএ (আরাকান রোহিঙ্গা সলিডারিটি আর্মি) এবং আরএসও (রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন)-এর সদস্যদের মধ্যে গুলাগুলির ঘটনা ঘটে। এতে ক্যাম্প-৮ ইস্টের বি-২১ ব্লকের বাসিন্দা মোহাম্মদ রফিক গুলিবিদ্ধ হন। ওসি আরও বলেন, গুলিবিদ্ধ রফিককে আশপাশের রোহিঙ্গারা উদ্ধার করে ক্যাম্প-৯-এর একটি এনজিও পরিচালিত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এর আগে গত মঙ্গলবার (৪ মার্চ) রাতে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে ২০ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের সন্ত্রাসীরা মোহাম্মদ নুর নামে এক হেড মাঝিকে কুপিয়ে হত্যা করেছিল।

নিহত মোহাম্মদ রফিক উখিয়ার ৮ ইস্ট ক্যাম্পের বি-২১ ব্লকের বাসিন্দা শামসু আলমের ছেলে। তার এফসিএন নম্বর ১২১৮১৬। শনিবার (৮ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উখিয়ার কুতুপালং ৮-ডব্লিউ রোহিঙ্গা আশ্রয়শিবিরের বি-২১ ব্লকে এ ঘটনা ঘটে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ক্যাম্প-৮ ডব্লিউ ও ক্যাম্প-৮ ইস্টের মধ্যে সশস্ত্র রোহিঙ্গা সংগঠন এআরএ (আরাকান রোহিঙ্গা সলিডারিটি আর্মি) এবং আরএসও (রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন)-এর সদস্যদের মধ্যে গুলাগুলির ঘটনা ঘটে। এতে ক্যাম্প-৮ ইস্টের বি-২১ ব্লকের বাসিন্দা মোহাম্মদ রফিক গুলিবিদ্ধ হন।

ওসি আরও বলেন, গুলিবিদ্ধ রফিককে আশপাশের রোহিঙ্গারা উদ্ধার করে ক্যাম্প-৯-এর একটি এনজিও পরিচালিত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এর আগে গত মঙ্গলবার (৪ মার্চ) রাতে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে ২০ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের সন্ত্রাসীরা মোহাম্মদ নুর নামে এক হেড মাঝিকে কুপিয়ে হত্যা করেছিল।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.