× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পাঁচবিবিতে নবাগত ইউএনও রুমানা রিয়াজের যোগদান

মোঃ বাবুল হোসেন , পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি।

০৯ মার্চ ২০২৫, ১৪:৩৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

জয়পুরহাটের পাঁচবিবিতে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে রুমানা রিয়াজ গত বুধবার সকালে জেলা প্রশাসকের নিকট তিনি যোগদানপত্র দাখিল করেন। 

আজ রবিবার সকালে তিনি পাঁচবিবির নিজ কার্যালয়ে উপস্থিত হয়ে বর্তমান ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) বেলায়েত হোসেনের নিকট থেকে উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বভার গ্রহণ করেন।
নবাগত ইউ.এন.ও রুমানা রিয়াজ ৩৬’তম বিসিএসের (প্রশাসনের) একজন কর্মকর্তা। চাকুরী জীবনে প্রথমে ৩ বছর বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে শিক্ষানবিশ হিসাবে কর্মরত ছিলেন। তারপর ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার সহকারি কমিশনার ভূমির দ্বায়িত্ব পালন করেন। এরপর সিরাজগঞ্জ জেলায় ডিসি অফিসে কর্মরত থাকা অবস্থায় পাঁচবিবিতে ইউএনও হিসাবে যোগদানের আগে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কর্মরত ছিলেন।

নবাগত পাঁচবিবির উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা রিয়াজ বলেন, সকলের সহযোগিতায় এ উপজেলাকে আরো সমৃদ্ধ জনবান্ধব হিসেবে আমি গড়ে তুলতে চাই। এক্ষেত্রে সরকারি দায়িত্ব পালনের মাধ্যমে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় উপজেলার সকল জনপ্রতিনিধি, সুশীলসমাজ, সাংবাদিক সহ সকল শ্রেণী-পেশার মানুষের সক্রিয় সহযোগিতা কামনা করছি। তার গ্রামের বাড়ী টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলায়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.