× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভূঞাপুরে বালুর ঘাট নিয়ে দু'পক্ষের সংঘর্ষে আহত ১৩

মোঃ শহিদুল ইসয়াম, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি।

০৯ মার্চ ২০২৫, ১৫:৪৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

টাঙ্গাইলের ভূঞাপুরে অবৈধ বালুর ঘাট দখল নেয়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে বিএনপি নেতা ও এক নারীসহ ১৩ জন আহত হয়েছে। গত শনিবার (৮ মার্চ) বিকেলে উপজেলার পূনর্বাসন এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় উপজেলার নিকরাইল ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল লতিফ শেখ, পলশিয়া ওয়ার্ড বিএনপির সভাপতি হোসেন আলী, ইউপি ছাত্রদলের সহ-সভাপতি এনামুলসহ ১৩ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

জানা গেছে, নিকরাইলের বাগানবাড়ি এলাকার ঘাট নিয়ে পূনর্বাসন এলাকায় সালিশি বৈঠক বসানো হয়। একপর্যায়ে বৈঠকে উভয়পক্ষের লোকজনের উত্তেজনার সৃষ্টি হলে দু'পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। পরে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। অতঃপর দু'পক্ষের সংঘর্ষে ১৩ জন আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এক নারীসহ চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোন পক্ষই থানায় অভিযোগ দায়ের করেনি।

ভূঞাপুর থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন জানান, বালুর ঘাট নিয়ে সংঘর্ষ হচ্ছে এমন ঘটনা জানার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। বর্তমানে সেখানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. বিকাশ চন্দ্র পাল বলেন, সংঘর্ষের ঘটনায় এক নারীসহ চারজন ভর্তি হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.