× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ময়মনসিংহে এইচএসসি ফরম ফিলাপে অতিরিক্ত টাকা নেয়ার প্রতিবাদে ট্রেন আটক

ময়মনসিংহ ব্যুরো

০৯ মার্চ ২০২৫, ১৬:৫৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

এইচএসসির ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের প্রতিবাদে ট্রেন আটকে দিল শিক্ষর্থী ও এলাকাবাসী। রোববার দুপুরে ময়মনসিংহের গফরগাঁওয়ের কাওরাইদ গয়েশপুর কলেজের এইচএসসি পরীক্ষার্থী ও এলাকাবাসী ট্রেনটি আটকে দেয়।

ছাত্র-ছাত্রীরা জানায়, চলতি ফরম পূরণে বোর্ড নির্ধারিত ফি 'র চেয়ে বেশি টাকা দাবি করেছে কলেজ কতৃপক্ষ। এর প্রতিবাদে রেললাইন অবরোধ করা হয়। এতে ঢাকা থেকে ছেড়ে আসা অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটি গয়েশপুর কলেজের সামনের রেলক্রসিং এলাকায় আটকে দেয় শিক্ষার্থীরা।

পৌনে এক ঘন্টা পরে প্রশাসনের হস্তক্ষেপে অধ্যক্ষ আজহারুল ইসলাম অতিরিক্ত ফি বাতিলের ঘোষণা দিলে ছাত্র-ছাত্রীরা রেললাইনের উপর থেকে সরে যায়। পরে অগ্নিবীণা এক্সপ্রেস গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।

এ বিষয়ে গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন.এম আবদুল্লাহ আল মামুন  বলেন, রেললাইন অবরোধের খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। পরে কলেজ কতৃপক্ষ অতিরিক্ত টাকা না নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। বিষয়টি সমাধান হয়েছে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.