লালমনিরহাটের তিন সাংবাদিকের উপর হামলা-হুমকির প্রতিবাদ ও হুমকিদাতা-হামলাকারীদের গ্রেফতার এবং সারা দেশের সাংবাদিকদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ (৯ মার্চ) সকালে শহরের মিশনমোড়ে লালমনিরহাট জেলায় কর্মরত সকল সাংবাদিকবৃন্দের ব্যানারে ওই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশ নেওয়া সাংবাদিকরা জানান, গনতন্ত্রের রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সমাজের উন্নয়ন, অবনতি, অসংগতি কলমের মাধ্যমে তুলে ধরাই সাংবাদিকদের প্রধান কাজ। এতে সমাজের সামজিক অবক্ষয়ের মাত্রা কমে আসা সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভূমিকা রাখে সংবাদকর্মীরা।
সংবাদকর্মীরা খবর সংগ্রহের জন্য গেলে তাদের ওপর হামলা হচ্ছে। এছাড়াও প্রাণনাশসহ বিভিন্ন ধরণের হুমকি দেয়া হচ্ছে। কোন অনিয়মের খবর সংগ্রহকালে তারা হামলার শিকার হচ্ছেন। এদিকে সারাদেশে সংবাদমাধ্যমকর্মীদের নামে মামলা হচ্ছে। ভুক্তভোগীদের পাশে দাঁড়ালেও সাংবাদিকদের পাশে কেউ দাঁড়ায় না। সাংবাদিকদের ব্যবহৃত জিনিসপত্র কেড়ে নিচ্ছে দুর্বৃত্তরা। কিছু কিছু ক্ষেত্রে সেসব উদ্ধার হলেও দোষীদের গ্রেপ্তারের ক্ষেত্রে গড়িমসি করা হয়। সাংবাদিকদের কোন নিরাপত্তা নেই।
এ সময় সারাদেশে সংবাদকর্মীদের উপর হামলা ও হুমকির নিন্দা জানানো হয়। দোষীদের আইনের আওতায় আনা সহ সরকারের কাছে সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন হুমকি ও হামলার শিকার সাংবাদিক দৈনিক মানবকণ্ঠের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান সাজু ও চ্যানেল টুয়েন্টিফোর প্রতিনিধি মাহফুজুল ইসলাম বকুল সহ জেলায় কর্মরত সকল সাংবাদিকবৃন্দ।