× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাংলাদেশী নাগরিককে গুলি করে হত্যার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পঞ্চগড় প্রতিনিধি

০৯ মার্চ ২০২৫, ১৭:০৭ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

ভারতীয় বিএসএফ কর্তৃক বাংলাদেশী নাগরিককে গুলি করে হত্যার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)। 

"ভারতীয় আগ্রাসন রুখে দাঁড়াও জনগণ" এ স্লোগানে (রবিবার ০৯ মার্চ) পঞ্চগড়  সদর উপজেলা জাগপার আয়োজনে একটি বিক্ষোভ মিছিল বের করে মিছিলটি জাগপা অফিস থেকে শুরু করে জেলা শহরের গুরুত্বপূর্ণ পদপ্রদক্ষিণ শেষে গোলচত্তরে এসে শেষ হয়,এবং সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন।

এ সময় পঞ্চগড়  সদর উপজেলা জাগপার সভাপতি আনারুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন,  শাহরিয়ার রহমান (বিপ্লব) সভাপতি জেলা জাগপা, সহ-সভাপতি শামসুজ্জামান   (নয়ন মাস্টার),
জেলা যুব জাগপার আহ্বায়ক কামরুল ইসলাম (কুয়েত)সহ জাগপার নেতৃবৃন্দ।
 
উপস্থিত বক্তারা বলেন, আমাদের নেতা শফিউল আলম প্রধান সেই ফেলানি হত্যার বিচারের জন্য বারবার বিচারের দাবি করেছিলেন বিচার না হওয়া পর্যন্ত জাগপা আন্দোলন করেছিল। বক্তারা আরো বলেন একমাত্র আমাদের নেতা জাগপার প্রতিষ্ঠাতা সভাপতি  শফিউল আলম প্রধান ভারতের বিরুদ্ধে আঙ্গুল তুলে কথা বলতেন। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.