"দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি বাঁচায় প্রাণ ও ক্ষয়ক্ষতি" এই প্রতিপাদ্য নিয়ে নাটোরের সিংড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৫ উপলক্ষে অগ্নিকাণ্ড, ভুমিকম্প বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (১০মার্চ) সকাল ১১ টায় দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে সিংড়া কোর্ট মাঠে শিক্ষার্থী সহ বিভিন্ন পেশাজীবি মানুষের সম্মুখে অগ্নি নির্বাপণ ও উদ্ধার বিষয়ে জনসচেতনতা মুলক মহড়া প্রদক্ষিন করা হয়।
সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাজহারুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মিঠুন কুন্ডু, উপজেলা প্রকৌশলী আহম্মেদ রফিক, প্রাথমিক শিক্ষা অফিসার আলী আশরাফ, উপজেলা সমাজসেবা অফিসার আবু দাউদ, সিংড়া চৌগ্রাম ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আব্দুল শাহিন, ষ্টেশন লিডার শাহ আলম'সহ ফায়ার ফাইটারগণ।