× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভূঞাপুরে পানের দোকানে গাঁজা বিক্রির দায়ে মাদক কারবারিকে কারাদণ্ড

মোঃ শহিদুল ইসয়াম, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি।

১০ মার্চ ২০২৫, ১৬:২৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

টাঙ্গাইলের ভূঞাপুরে পানের দোকানে গাঁজা বিক্রি ও সেবনের দায়ে এক মাদক কারবারিকে এক বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড  দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

গত রবিবার (৯ মার্চ) রাত ৮ টার দিকে ভূঞাপুর পৌর শহরের কুটুমবাড়ি রেস্তোরাঁর সামনে একটি পানের দোকানে গাঁজা সেবনের সময় হাতেনাতে তাকে আটক করেন ভূঞাপুর সেনাবাহিনী ক্যাম্পের গোয়েন্দা ও পুলিশ টহল টিমের সদস্যরা।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তারিকুল ইসলাম। 

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তারিকুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে কুটুমবাড়ি রেস্তোরাঁর সামনে পানের দোকানে মো. ফরহাদ নামে একজন মাদক কারবারি গাঁজার ব্যবসা করে আসছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে ভূঞাপুর সেনাবাহিনী ক্যাম্পের গোয়েন্দা ও টহল পুলিশের সহযোগিতায় মো. ফরহাদের দোকানে অভিযান চালিয়ে তাকে গাঁজা সেবনরত অবস্থায় হাতেনাতে গ্রেফতার করা হয়। এরপর দোকানে তল্লাশি করে বিক্রয়ের উদ্দেশ্য মজুদকৃত গাঁজা জব্দ করা হয়। পরে তাকে এক বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.