× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাংবাদিককে মাদক মামলায় ফাসাঁনোর চেষ্টা

মানববন্ধনে ৭২ ঘন্টার আল্টিমেটাম কক্সবাজারের সাংবাদিকদের

স্টাফ রিপোর্টার (কক্সবাজার) প্রতিনিধি।

১০ মার্চ ২০২৫, ১৬:৩৩ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

কক্সবাজারে সংবাদ প্রকাশের জেরে জাতীয় দৈনিক নয়া শতাব্দী ও বিডি24লাইভ এর জেলা প্রতিনিধি শাহীন মুহাম্মদ রাসেলকে ইয়াবা মামলায় ফাসাঁনো চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

সেইসাথে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক দিদারুল আলমকে আগামী ৭২ ঘন্টার ভেতর প্রত্যাহারের দাবী জানান সাংবাদিকেরা।


আজ (১০ মার্চ) বেলা ১২ টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে কক্সবাজারে কর্মরত সাংবাদিকেরা এ মানববন্ধনের আয়োজন করেন।

মানববন্ধনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক ব্যক্তিগত ক্ষোভের জায়গা থেকে সাংবাদিক শাহীন মুহাম্মদ রাসেলকে মাদক মামলায় জড়াতে চেয়েছে বলে দাবী করেন বক্তব্য'রা। 


এসময় আরটিভির জেলা প্রতিনিধি সাইফুর রহীম শাহীন,  কক্সবাজার রিপোটার্স ইউনিটির সভাপতি রাসেল চৌধুরী, যুগান্তরের জেলা প্রতিনিধি জসিম উদ্দিন, এটিএন বাংলার মোয়াজ্জেম শাকিল, চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি আজীম নিহাদ, দৈনিক কক্সবাজার বার্তার সম্পাদক ওসমান গণি, নয়া দিগন্তের প্রতিনিধি আতিকুর রহমান মানিক, নিউজ ২৪ এর জেলা প্রতিনিধি ইরফান হোসেন সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।


উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন,  জেলার কর্মরত সাংবাদিক, ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, সচেতন মহল স্থানীয় জনতা। 

মাদকদ্রব্যের এডিকে ৭২ ঘন্টার মধ্যে প্রত্যাহার করার জন্যে ডিসি সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান সাংবাদিকেরা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.