চট্টগ্রামের চন্দনাইশ দোহাজারীতে চায়ের দোকানের চুলা থেকে আগুন লেগে ৭টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকানের মালিকেরা।
গতকাল রবিবার ভোররাতে দোহাজারীর হাজারী বাড়ির গলিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দু'টি ইউনিট আধাঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। স্থানীয় এলাকাবাসী ও দোকানের মালিকেরা জানান, হাজারী বাড়ি গলিতে অবস্থিত পানাহার চায়ের দোকানের চুলার থেকে প্রথম আগুন লাগে। মুহূর্তেই সেই আগুন পাশে থাকা মুদির দোকান পাল স্টোরে লাগে। এরপর দ্রুত আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা আগুন নিভানোর চেষ্টা করার পাশাপাশি ফায়ার সার্ভিসকে খবর দিলে চন্দনাইশ ও সাতকানিয়ার ফায়ার সার্ভিসের দু'টি ইউনিট এসে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে অঞ্জন পালের একটি মুদির দোকান, জাহাঙ্গীর আলম মেম্বার, পেটান আলী, নাছির উদ্দীন ও জসিম উদ্দীনেরসহ ৪টি চায়ের দোকান, মনোজ সিংহ হাজারীর নির্মাণাধীন ১টি দোকান, একটি কুলিং কর্ণার মিলিয়ে মোট ৭টি দোকানের মালামাল পুড়ে যায়।
আগুনে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি দোকানিদের। চন্দনাইশ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ বলেন, আগুন লাগার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। আমাদের মতো পার্শ্ববর্তী সাতকানিয়া উপজেলা ইউনিট চলে আসে। দু'টি ইউনিট আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে পানাহার চায়ের চুলা থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছি। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।