× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নবীনগরে বাস ট্রলির,সংঘর্ষে নিহত ১, আহত ২

শেখ মিহাদ, নবীনগর (ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধি।

১০ মার্চ ২০২৫, ১৭:১২ পিএম

ছবিঃ সংগৃহীত।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাস ও ট্রলির  সংঘর্ষে রুবেল সরকার নামে এক যুবক নিহত হয়েছে। নিহত রুবেল সরকার উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের গৌরনগর গ্রামের রতন সরকার এর ছেলে। এই ঘটনায় মোঃ অলি মিয়া ও এমদাদুল নামে দুইজন গুরতর আহত হয়েছে৷ 

সোমবার ভোর ৬ টায় নবীনগর টু রাধিকা সড়কের কনিকাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে৷

পুলিশ ও প্রতক্ষদর্শীরা জানান, সোমবার ভোর ৬ টায় নবীনগর-রাধিকা সড়কে বাস ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন জন গুরুতর আহত হয়। পরে তাদের স্থানীয়রা উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুবেল সরকারকে মৃত ঘোষণা করেন। আহত দুই জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করেন।

নবীনগর থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, নবীনগর টু রাধিকা সড়কে বাস ও ট্রলির  সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে৷ নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.