× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফুলবাড়ীতে ছাত্রদলের মানববন্ধন কর্মসূচি পালন

মাহফুজার রহমান মাহফুজ, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ।

১০ মার্চ ২০২৫, ১৭:২২ পিএম

ছবিঃ সংগৃহীত।

দেশব্যাপী নারী নিপীড়ন, শারিরীক নির্যাতন, শিশু ধর্ষণের ঘটনা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে কুড়িগ্রামের ফুলবাড়ীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ছাত্রদল। সোমবার সকাল সাড়ে ১১ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ফুলবাড়ী ডিগ্রি কলেজ শাখা কলেজের মুল ফটকের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে।

মানববন্ধন উপজেলা ছাত্রদলের আহবায়ক রেজাউল ইসলাম রেজা, সদস্য সচিব বিষ্ণু চন্দ্র সেন, যুগ্ম আহবায়ক মাসুদ রানা, নন্দন চন্দ্র মিঠুন, আশরাফুল ইসলাম, হাসানুর রহমান, সুমন কুমার রায়, রমজান আলী রনি, জেলাল সরকার, ফুলবাড়ী ডিগ্রি কলেজ শাখা ছাত্র দলের আহবায়ক মিলন মিয়া, যুগ্ম আহবায়ক আনারুল ইসলাম ও সিরাজুল ইসলাম সহ ছাত্রদলের অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।

ছাত্রদলের ঘন্টা ব্যাপী মানববন্ধনে বক্তব্যকালে ছাত্রনেতারা দেশব্যাপী নারীদের প্রতি সহিংসতা নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদ জানিয়েছেন। সেইসাথে নারীদের প্রতি সহিংসতা, নিপীড়ন ও ধর্ষণকারীর দ্রুত সময় বিচার সম্পন্ন করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিও জানিয়েছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.