নারীর প্রতি সহিংসতা ও বিচারহীনতার প্রতিবাদে তালতলী সরকারি কলেজের সামনে মানবন্ধন করেছে তালতলী উপজেলা ছাত্রদল ও কলেজ ছাত্রদল। এ সময় মাগুরার শিশুটির ওপর পাশবিক নির্যাতনে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
আজ সোমবার বেলা ১১টার দিকে অনুষ্ঠিত এই মানবন্ধনে বক্তব্য রাখেন তালতলী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ জহিরুল ইসলাম জহির, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক মাসুদ রানা, সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক রুহুল আমিন, সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ন আহবায়ক মোঃ সুমন কারী , সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক, বশির উদ্দিন উপজেলা ছাত্রদলের সদস্য তারেক গাজী, উপজেলা ছাত্রদলের সদস্য রাকিব উপজেলা ছাত্রনেতা মিজানুর রহমান সরকারি কলেজ ছাত্রনেতা শাহরিয়ার নাফিস প্রমুখ।
উপস্থিত নেতা-কর্মীরা নারীর প্রতি সহিংসতা রোধে সরকারকে আরও তৎপর হওয়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারায় মাগুরাসহ সারা দেশে নারীর প্রতি সহিংসতা বাড়ছে। অপরাধীদের বিচার করতে না পারায় প্রতিনিয়ত এ ধরনের ঘটনা ঘটেই যাচ্ছে। অন্তর্বর্তী সরকার ৭ মাস সময় পার করলেও কোনো উন্নতি না হওয়ায় সব দায় সরকারকেই নিতে হবে।’ মাগুরার ঘটনাও সরকারের ব্যর্থতার ইঙ্গিত বলে অভিযোগ করেন তারা। উল্লেখ্য সারা দেশে নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে এই মানববন্ধন কর্মসূচি ঘোষণা করে ছাত্রদল।