দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে ৭০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।উদ্ধারকৃত মাদকের আনুমানিক স্থানীয় মূল্য ২ লক্ষ ১০ হাজার টাকা।
গত রবিবার (৯ মার্চ) রাত ১০ টার সময় সাতকানিয়ার কেরানীহাটে এলিট হাসপাতালের সামনে পুলিশ ও এনএসআই এর যৌথ অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত হলেন - মোঃ আবু বক্কর (৩৯)।সে সাতকানিয়ার কেওচিয়া ইউনিয়নের জনার কেওচিয়া ৭নং ওয়ার্ডের বাসিন্দা ও মোঃ আবদুস সোবহানের পুত্র। জানা যায়, কেরানীহাট বান্দরবান মহাসড়কে এলিট হাসপাতালের সামনে ইয়াবা ক্রয় বিক্রয়ের সময় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করলে মাদকসহ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়।
এই বিষয়ে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সাতকানিয়া প্রতিনিধি জানান, যেকোনো অপরাধ দমনে আমরা যৌথবাহিনির সহযোগিতায় দিনরাত কাজ চালিয়ে যাচ্ছি।যার অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ইয়াবাসহ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়।সাতকানিয়া থানায় এই বিষয়ে একটি মামলা হয়।