× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভৈরবে মরা গরুর মাংস বিক্রির দায়ে কসাইকে ২৫ হাজার টাকা জরিমানা

আরিফুল ইসলাম মামুন ভৈরব ( কিশোরগঞ্জ) প্রতিনিধি।

১১ মার্চ ২০২৫, ১৪:৩১ পিএম

ছবিঃ সংগৃহীত।

ভৈরবে মরা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাই খুরশিদকে ২৫ হাজার টাকা জরিমানা এবং একইসাথে তাকে একমাসের বিনাশ্রম কারাদন্ড দিলেন  ভ্রাম্যমান আদালত। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় শহরের গাছতলাঘাট এলাকায় খুরশেদ মিয়া ও সহিদ মিয়া কসাইয়ের মাংসের দোকানে ঘটনাটি ঘটে।

এলাকাবাসী জানায় আজ তার দোকানে ক্রেতারা গরুর মাংস কিনতে গেলে জানতে পারে খুরশেদের কেনা গরুটি অসুস্থ হয়ে মারা যায় এবং মরা গুরুটি তড়িঘড়ি করে সে জবাই করে।  ঘটনাটি একজন প্রত্যক্ষদর্শীর চোখে ধরা পরে। পরে মাংস দোকানে এনে বিক্রি শুরু করলে ঘটনাটি এলাকায় জানাজানি হলে লোকজন তার দোকান ঘেরাও করে প্রতিবাদ জানায়। খবর পেয়ে ভ্রাম্যমান আদালতের বিচারক ও সহকারী কমিশনার ( ভূমি) রেদুয়ান আহমেদ রাফি ঘটনাস্থলে এসে তাকে জিজ্ঞাসা করলে সে তার অপরাধ স্বীকার করেন। এর আগেও মাংস বিক্রি নিয়ে  তাদের নামে অনেক অভিযোগ রয়েছে। 

এবিষয়ে ভ্রাম্যমান আদালতের বিচারক রেদুয়ান আহমেদ রাফি জানান, খুরশেদ মরা গরুর মাংস বিক্রির কথা নিজে স্বীকার করলে তাকে ২৫ হাজার টাকা জরিমানা ও একইসাথে একমাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। তিনি বলেন পবিত্র রমজান মাসে এমন ধরনের অপরাধ করেছে যা শাস্তিযোগ্য অপরাধ। ভবিষ্যতে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.