× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

উপমহাদেশের ইফতার সংস্কৃতি শীর্ষক আলোচনা ও ইফতার অনুষ্ঠান করেছে চবি ইনকিলাব মঞ্চ

মোঃ নিয়াজ মাখদুম, চবি প্রতিনিধি ।

১১ মার্চ ২০২৫, ১৪:৩৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহিদ মিনারে ইনকিলাব মঞ্চের আয়োজনে "উপমহাদেশের ইফতার সংস্কৃতি" শীর্ষক আলোচনা ও ইফতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রমজান জুড়ে জুলাই বিপ্লবের স্মৃতিকাতর স্থান গুলোতে গণ ইফতার আয়োজন করছে ইনকিলাব মঞ্চ। তারই ধারাবাহিকতায় চট্টগ্রামে জুলাই বিপ্লবের সূতিকাগার হিসেবে চবি শহিদ মিনারে এ আয়োজন করা হয়।

সোমবার চবি ইনকিলাব মঞ্চের মিডিয়া সম্পাদক মোঃ নিয়াজ মাখদুমের সঞ্চালনায় এবং শাখা আহ্বায়ক রকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সম্মানিত সদস্য জনাব নুরুল হামিদ কানন, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক জনাব ড. মোঃ শহিদুল হক, প্রো-ভিসি (প্রশাসন) জনাব ড. কামাল উদ্দিন এবং প্রো-ভিসি (একাডেমিক) জনাব ড. মোঃ শামিম উদ্দিন খান সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

প্রো-ভিসি (প্রশাসন) জনাব অধ্যাপক ড. কামাল উদ্দিন বলেন, বাঙালিদের হারানোর অতীত সংস্কৃতিকে পূনরুজ্জীবনে ইনকিলাব মঞ্চ নিরলসভাবে কাজ করে যাবে এটাই হোক আমাদের আজকের শপথ!  ইনকিলাব মঞ্চের জন্য অনেক শুভকামনা। 

প্রো-ভিসি (একাডেমিক) জনাব অধ্যাপক ড. শামিম উদ্দিন খান বলেন, আমরা এখানে একত্রিত হয়েছি ইফতার কে কেন্দ্র করে। আল্লাহ তায়ালা মুসলমানদের জন্য রোজা ফরজ করেছেন, কিন্তু উপমহাদেশে রমজানের ইফতার শুধু এবাদতই নয় বরং এটা বাঙালি মুসলমানদের সংস্কৃতি। হারাম-হালাল, জায়েজ-নাজায়েজের পার্থক্য বুঝে নিজের জীবন পরিচালনা করার জন্য আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আপনারা বাঙালির প্রকৃত সংস্কৃতি উজ্জীবিত রাখবেন এই কামনা। 

প্রো ভিসি দ্বয়ের আলোচনা শেষে সংক্ষিপ্ত দোয়া ও মোনাজাত পরিচালনা করেন যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক এবং তথ্য ও ফটোগ্রাফি শাখার প্রশাসক জনাব ড. মোঃ শহিদুল হক। এসময় ইনকিলাব মঞ্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সদস্যবৃন্দ, সাধারণ শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে দোয়ায় শরিক হন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.