জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় মোবাইলে কার্টুন ভিডিও দেখানোর প্রলোভনে ও সাউন্ড বক্সে উচ্চ শব্দে গান বাজিয়ে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে তন্ময় (১৫) নামের এক স্কুল ছাত্রের বিরুদ্ধে। গতকাল সোমবার (১০ মার্চ) বিকেলে উপজেলার জোড়খালী ইউনিয়নের চর পরতাবাজু এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত তন্ময় ওই এলাকার রবিউল ইসলামের ছেলে ও স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় সোমবার রাতে ধর্ষণের শিকার ওই শিশুটির মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে তন্ময়কে আসামি করে থানায় মামলা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন।
ধর্ষনের শিকার শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, গতকাল সোমবার বিকেলে নিজ বাড়ীতে খেলা করছিলো শিশুটি। এ সময় অভিযুক্ত তন্ময় ওই শিশুকে মোবাইলে ভিডিও দেখানোর কথা বলে তার ঘরে ডেকে নিয়ে যায়। ঘরের দরজা বন্ধ করে সাউন্ড বক্সে উচ্চ শব্দে গান বাজিয়ে শিশুটিকে ধর্ষণ করে তন্ময়।
এদিকে শিশুটিকে না পেয়ে খোঁজাখুজি করে তার পরিবারের লোকজন। খোঁজতে গিয়ে তন্ময়ের বাড়িতে গিয়ে মেয়েকে দেখতে পান শিশুটির মা। এসময় শিশুটি তার মাকে পেয়ে কান্না করে সব ঘটনা খুলে বলে। শিশুটির মাকে দেখে অভিযুক্ত তন্ময় কৌশলে বাড়ী থেকে পালিয়ে যায়। ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছে অভিযুক্ত তন্ময়।
শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত তন্ময়কে আইনের আওতায় এনে দৃষ্টান্তমৃলক শাস্তির দাবি করেছেন শিশুটির পরিবার ও এলাকাবাসী।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বলেন, উপজেলার জোড়খালী ইউনিয়নের চর পরতাবাজু এলাকায় কিশোর অপরাধী তন্ময় তার প্রতিবেশী ৫ বছর বয়সী এক কন্যা শিশুকে মোবাইল ফোন দেখানোর প্রলোভন দেখিয়ে নিজের ঘরে নিয়ে যায়। পরে উচ্চ শব্দে গান বাজিয়ে তাকে ধর্ষণ করে। পরে শিশুটি তার মায়ের কাছে সব খুলে বলে। এ ঘটনা শিশুটির মা বাদী হয়ে তন্ময়কে প্রধান আসামি করে থানায় একটি ধর্ষণ মামলা করেন। ঘটনার পর থেকে তন্ময় পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত আছে।
স্বাস্থ্য পরিক্ষার জন্য শিশুটিকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।