লক্ষ্মীপুরের রামগঞ্জের সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা নাজিম উদ্দিন আহমেদ (৫৭) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে বিএনপির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
সোমবার (১০ মার্চ) দিবাগত রাত ১০টার দিকে রাজধানীর বনানী এলাকার বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার ছোট ছেলে নাফিস আহমেদ সরজ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিস, প্রেসার হৃদরোগসহ বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। রোজার শুরু থেকে হৃদরোগের সমস্যা নিয়ে ঢাকায় ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সোমবার রাতে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
মরহুমের নামাজে জানাজা মঙ্গলবার (১১ মার্চ) দুপুর ২টায় রামগঞ্জ সরকারি কলেজ মাঠে প্রথম ও ২ টা ৩০ মিনিটে ভাদুর উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হবে।
নাজিম উদ্দিন আহমেদ কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য, লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য ও রামগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ছিলেন। তিনি ১৯৯৬ সালে প্রথম সংসদ সদস্য ও পরে ২০০৮ সালের দ্বিতীয়বার রামগঞ্জ আসন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
তার মৃত্যুতে উপজেলা ও পৌরসভা বিএনপিসহ সকল সহযোগী সংগঠন, সামাজিক, সাংবাদিক, সাংস্কৃতিকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা গভীর শোক প্রকাশ করেন।
এদিকে, সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিনের মৃত্যুতে বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এবং বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (বিএলডিপি) চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম শোক প্রকাশ করেছেন।
শোকবার্তায় শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, নাজিম উদ্দিন বর্ষীয়ান রাজনীতিবিদ। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের সদস্য, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞ্যাপন করছি।