সারাদেশ ব্যাপী নারী ও শিশুদের প্রতি সহিংসতার প্রতিরোধে মৌলভীবাজারের জুড়ীতে ভিক্ষোভ ও মানববন্ধন করেছে সাধারণ জনগন ও শিক্ষার্থীরা। সোমবার (১০ মার্চ) দুপুর ২ টায় জুড়ী ভবানীগঞ্জ বাজারের নিউ মার্কেট এলাকা থেকে শুরু করে বিজিবি ক্যাম্প প্রদক্ষিণ করে নিউ মার্কেট সম্মুখে এ মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।
এ সময় শিক্ষার্থীরা 'দড়ি লাগলে দড়ি নে ধর্ষকদের কবর দে', 'তুমি কে আমি কে আছিয়া আছিয়া', ধর্ষকদের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘জাস্টিস ফর আছিয়া, আছিয়া আছিয়া’, সহ বিভিন্ন লেখা সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
ভিক্ষোভ শেষে নিউ মার্কেট এলাকায় জড়ো হয় সবাই। এসময় সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রনেতা জুয়েল আহমদ, আফজাল হোসাইন হাসান, এমদাদুল বারী রাফি সহ আরও কয়েকজন ছাত্রনেতা।
তারা বলেন, ধর্ষকের শাস্তি মানেই মৃত্যু। আমরা অবিলম্বে ধর্ষকের শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি। একেকটি শিশুর ধর্ষণের ঘটনা আমাদের সমাজের জন্য চরম লজ্জাজনক! বাংলাদেশের বিচারহীনতার সংস্কৃতির কারণে ধর্ষণকারীরা বার বার পার পেয়ে যাচ্ছে।