চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়নে নিবন্ধিত জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়েছে ৷ জাটকা আহরণে বিরত থাকা জেলেদের মাঝে সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায়,ভিজিএফ কার্ডের এই চাল বিতরণ করা হয়।
আজ (১১ মার্চ ) সকালে এখলাছপুর ইউনিয়ন পরিষদের গোডাউন প্রাঙ্গণে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউপি চোয়ারম্যান মো: মফিজুল ইসলাম মুন্না ঢালী ও উপজেলা সহকারী কৃষি অফিসার ও ট্যাগ অফিসার মো: আলামিন ৷
এখলাছপুর ইউনিয়ন পরিষদের ৭২৪ জন জেলে পরিবারের মাঝে ২৬ দশমিক ৩২০ মেট্রিক টন চাউল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, ইউপি‘র প্রশাসনিক কর্মকর্তা( সচিব) জোবায়ের আহমেদ, পেনেল চেয়ারম্যান মো:নেছার আহাম্মদ, ইউপি সদস্য ওমর আলী,দুদু মিয়া, মো: জাহাঙ্গীর আলম,মো: শাহআলমসহ অন্যান্য ইউপি সদস্যগণ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ৷
চাল বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে সরকারের নির্দেশনা মেনে ১ মার্চ হতে ৩০ এপ্রিল পর্যন্ত ঝাটকা নিধন থেকে বিরত থাকার জন্য জেলেদের প্রতি আহববান জানান ইউপি চেয়ারম্যান মো: মফিজুল ইসলাম মুন্না ঢালী ৷