× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পবিত্র ঈদ- উল-ফিতর উপলক্ষে এতিম-দুঃস্থদের মধ্যে পোষাক-অর্থ বিতরণ

শাহিন খান,পটুয়াখালী প্রতিনিধি।

১১ মার্চ ২০২৫, ১৫:২৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

পবিত্র ঈদ- উল-ফিতর-২০২৫ উপলক্ষে প্রফেসর এ কে এম শহিদুল ইসলাম ট্রাস্ট‘র উদ্যোগে বিভিন্ন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের এতিম শিক্ষার্থী ও সমাজের দুঃস্থদের মধ্যে পোষাক ও নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে।  আজ (১১ মার্চ) পটুয়াখালী জেলা প্রশাসকের  সম্মেলন কক্ষে ট্রাস্ট‘র প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর এ কে এম শহিদুল ইসলামের সভাপতিত্বে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মাদ আরেফীন প্রধান অতিথি হিসেবে এসব সহায়তা তিবরণ করেন।

ট্রাস্টের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সোহরাব হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্ট‘র সভাপতি প্রফেসর এ কে এম শহিদুল ইসলাম। পটুয়াখালী প্রেসক্লাবের আহনায়ক মোঃ জাকির হোসেন অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।   

ট্রাষ্ট‘র সহ-সভাপতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি  অতুল চন্দ্র দাসসহ  ট্রাস্ট‘র  সদস্যগণ, সাংবাদিক  এবং বিভিন্ন বেসরকারি এতিমখানার সুপার ও শিক্ষকবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। 

পরিশেষে ট্রাষ্টের সকল আজীবন সদস্য, সাধারণ সদস্য ও তাদের পরিবারের সদস্যদের জন্য  দোয়া ও মোনাজাত  পরিচালনা করেন পটুয়াখালী বড় জামে মসজিদের খতিব আলহাজ্জ মাওলানা আবু সাঈদ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.