× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দৌলতপুরে পুলিশি অভিযানে অস্ত্র,গুলি,ককটেল উদ্ধার সহ আটক ১

রাকিব আলী দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি।

১১ মার্চ ২০২৫, ১৬:০৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

কুষ্টিয়ার দৌলতপুর থানা পুলিশের অভিযানে অস্ত্র,গুলি,ককটেল উদ্ধার সহ ১ জনকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, দুইটি শট গানের গুলি, একটি চায়না রাইফেলের গুলি, একটি ওয়ান শুটার গান ও দুইটি ককটেল উদ্ধার সহ ফিলিপ নগর ইউনিয়নের সাদিপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে মাসুম হোসেন (৩২) কে আটক করা হয়েছে। 

গতকাল সোমবার ১০ মার্চ ২০২৫ দিবাগত রাত ১০টার সময় উপজেলার ফিলিপ নগর ইউনিয়নের সাদিপুর গ্রামের চরসাদিপুর মোড়ে অবস্থিত একটি অফিসে আটককৃত মাসুম হোসেনের দেওয়া তথ্য মতে তল্লাশি চালিয়ে এ অস্ত্র-গুলি ও ককটেল উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়নের চরসাদিপুর মোড়ে মানব কল্যাণ সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড নামে ব্যবহৃত একটি অফিসে ০৯ মার্চ রোববার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টাঙ্গানো থাকায় বশির আহম্মেদ নামের একজন স্থানীয় ব্যক্তি প্রতিবাদ করলে আটক হওয়া মাসুম তাকে মারধর করে এবং অস্ত্র দেখিয়ে ভয় দেখায়। 

পরে ঐ রাতেই বিষয়টি স্থানীয়দের জানালে তারা পুলিশে খবর দিলে পুলিশ সেখানে যেয়ে মাসুমকে আটক করে। এবং মাসুমের দেখানো অফিসের বিশেষ জায়গা থেকে দুইটি শট গানের গুলি, একটি চায়না রাইফেলের গুলি, একটি ওয়ান শুটার গান ও দুইটি ককটেল উদ্ধার করে। 

এবিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত আলামত ও আটক মাসুমকে পুলিশি হেফাজতে নিয়ে তার চিকিৎসা চলমান এ বিষয়ে দৌলতপুর থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে মামলা নাম্বার ১৬" 
মাসুম সুস্থ হওয়ার পরে তাকে গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হবে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.