× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জৈন্তাপুরে প্রশাসন সেনাবাহিনীর অভিযানে বাজার মনিটরিং জরিমানা আদায়

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি ।

১১ মার্চ ২০২৫, ১৬:৪১ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজারে পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পন্যের বাজারে মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে। আজ (১১ই মার্চ) দুপুর ১:০০ ঘটিকা হতে দেড় ঘন্টাব্যাপী জৈন্তাপুর উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর উপস্থিতিতে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি)  ফারজানা আক্তার লাবনী। 

এ সময় প্রশাসনের পাশাপাশি বাজার মনিটরিং কার্যক্রমে অংশ নেয় সেনাবাহিনীর ইনফেনট্রি রেজিমেন্ট ২৭ বীর ইউনিটের লেফটেন্যান্ট সাফওয়ান আলমের নেতৃত্বে সেনাবাহিনীর টিম।  এ সময় বাজার মনিটরিং কার্যক্রম চলাকালে বিভিন্ন ভোগ্যপন্য,কাঁচামাল, শাক সবজী, পোলট্রি, গোসতের দোকান সহ মুদিভূষি পন্যের পাইকারি ও খুচরা দোকানে মনিটরিং চালানো হয়।

এ সময় নিত্যপন্যের দোকান গুলোতে মেয়াদোত্তীর্ণ পন্যে মজুদ, দ্রব্যের মূল্য তালিকা, প্রতিষ্ঠানের বানিজ্যিক লাইসেন্স, নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত মূল্যে বিক্রয় ও সিন্ডিকেট করে কৃত্রিম সংকট সৃষ্টি হচ্ছে কিনা বিবিধ বিষয় মনিটরিং করা হয়েছে।

এ সময় প্রতিষ্ঠানের বানিজ্যিক লাইসেন্স না থাকা, মূল্য তালিকা প্রদর্শন না করা ও মেয়াদোত্তীর্ণ পন্য দোকানে রাখা সহ বিভিন্ন অনিয়মের কারণে ১০টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ধারা-৩৭/৩৮ অনুযায়ী  ৮ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। 

এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি)  ফারজানা আক্তার লাবনী বলেন, রমজান মাসে বাজার মনিটরিং নিয়মিত ভাবে পরিচালিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় হরিপুর বাজার এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে অনিয়মের প্রমান পাওয়ায় ১০ টি প্রতিষ্ঠানকে জরিমানা আদায় সহ অন্যান্য প্রতিষ্ঠান সমুহে প্রাথমিক ভাবে সর্তক করা হয়েছে। তিনি  বাজার মনিটরিং কার্যক্রম নিয়মিত পরিচালিত হবে বলে তিনি  নিশ্চিত করেছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.