সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যে ঈদ উপহার বিতরণ করেছে শাখা উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি।
আজ মঙ্গলবার গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের চকবরুল গ্রামে অবস্থিত এমদাদুল হক সিদ্দিকী হাফেজিয়া শিশু সদনে আইএফআইসি ব্যাংকের গাইবান্ধা শাখার উদ্যোগে ২০ জন এতিম শিশুদের মাঝে ঈদ উপহার হিসেবে নতুন পোষাক বিতরণ করা হয়েছে ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ উপহার বিতরণ করেন এমদাদুল হক সিদ্দিকী হাফেজিয়া শিশু সদনের প্রতিষ্ঠাতা ও অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার শরিফুল হক সিদ্দিকী (মুকুল মিয়া )।
এসময় উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের গাইবান্ধা শাখার মানেজার আব্দুল্লাহ আল মামুন, রহিমা খাতুন সিদ্দিকী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশাদুল ইসলাম, দৈনিক বণিক বার্তার গাইবান্ধা প্রতিনিধি আতিকুর রহমান আতিকসহ অন্যান্যরা।
এছাড়াও এর আগে মধ্য পাটোয়া মদিনাতুল উলুম কওমী নুরানী মাদ্রাসা ও এতিম খানায় ৩০ জনকে ইদ উপহার দেওয়া হয়েছে।
উল্লেখ্য, দেশব্যাপী সকল জেলা সমূহে পবিত্র রমজান মাসব্যাপী এই কর্মসূচী পালন করছে আইএফআইসি ব্যাংক। সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে আইএফআইসি ব্যাংক সারা বছর বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে।