× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মাদারীপুরে বরিশাল খালটির পরিচ্ছন্নতা ও পুনরুদ্ধার কার্যক্রম শুরু

মাদারীপুর প্রতিনিধি।

১১ মার্চ ২০২৫, ১৭:৪১ পিএম

ছবিঃ সংগৃহীত।

মাদারীপুর শহরের ইটেরপুল থেকে পাথুরিয়ারপাড় পর্যন্ত বিস্তৃত ‘বরিশাল খাল’। খালটি দখল-দূষনে অস্তিত্ব হারিয়ে যাওয়ায় পরিচ্ছন্নতা ও পুনরুদ্ধার কার্যক্রম শুরু করেছে সদর উপজেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের নির্দেশনায় মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের মন্টারপোল এলাকায় ‘বরিশাল খাল’ পরিচ্ছন্নতা ও পুনরুদ্ধার কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াদিয়া শাবাব।

এসময় ওয়াদিয়া শাবাব বলেন, সারাদেশে খাল দখলমুক্ত ও পরিষ্কার করার অংশ হিসেবে মাদারীপুর জেলা প্রশাসক স্যারের নির্দেশনায় ‘বরিশাল খাল’ পরিষ্কার ও পুনরুদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। ইতিমধ্যে আমরা খালের দু’পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি। খালের ময়লা আবর্জনা পরিষ্কার করে পানি প্রবাহ নিশ্চিত করবো আমরা। সকলের সহযোগিতা কামনা করে তিনি বলেন, খালটিতে যেন কেউ কোন ময়লা আবর্জনা না ফেলে। তিনি আরো বলেন, খালটি পরিষ্কার হলে পানি প্রবাহের ফলে কৃষি কাজে সফলতা আসবে।

এসময় উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ফাতেমা তুজ জোহরা সানিয়া,  প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, ঘটমাঝি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম, উপ সহকারী ভ‚মি কর্মকর্তা আক্তার হোসেন সহ অন্যরা।

উল্লেখ্য, খালটি দীর্ঘদিনে সংস্কার না হওয়ায়, দখল আর দূষণে বন্ধ হয়ে যায় খালের পানি প্রবাহ। ময়লা-আবর্জনায় খালটি প্রায় বন্ধের উপক্রম। দুর্গন্ধ সহ বেড়েছে মশা মাছির উপদ্রব এবং রোগে আক্রান্ত হচ্ছে স্থানীয়রা। সেচ কাজে ব্যাহত হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.