× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চোরাই প্রাইভেট কারসহ দুইজনকে আটক করেছে বাগেরহাট মডেল থানা পুলিশ

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা প্রতিনিধি ।

১১ মার্চ ২০২৫, ১৯:০৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

চোরাই প্রাইভেট কারসহ দুইজনকে আটক করেছে বাগেরহাট মডেল থানা পুলিশ। আজ (১১ মার্চ) সকালে জেলা সদরের চিতলি বৈটপুর এলাকার ষাট গম্বুজ ট্রান্সপোর্ট এজেন্সি নামক অফিসের পাশ থেকে প্রাইভেট কারটি উদ্ধার করা হয়। এসময় জেলার মোংলা উপজেলার বুড়িরডাঙ্গা এলাকার মোঃ মকবুল শেখের ছেলে সজীবুজ্জামান জয় এবং মোঃ নজরুল শেখ এর ছেলে মোহাম্মদ নাজমুল শেখ কে আটক করে পুলিশ। প্রাইভেট কারটির মালিক মোংলার দিগরাজ এলাকার আব্দুল লতিফ খানের ছেলে মোঃ কামাল হোসেন খান বলে পুলিশ জানায়।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ শামীম হোসেন জানান, সদর উপজেলার বৈটপুর চিতলি এলাকা হইতে মোংলা থেকে চোরাইকৃত একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়েছে। গাড়ি চুরির সাথে জড়িত জয় এবং নাজমুল নামের দুজনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুরির সাথে জড়িত বলে স্বীকার করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরো বলেন, সোমবার মোংলার বুড়িরডাংগা সরকার মার্কেটের সামনে থেকে দিগরাজ এলাকার কামাল হোসেন খানের Toyota মডেলের একটি প্রাইভেট কার চুরি হয়। এ ঘটনায় তিনি মোংলা থানায় একটি সাধারণ ডায়েরী করেন। গাড়ি উদ্ধারে পুলিশ অভিযান পরিচালনা করে চোরাইকৃত প্রাইভেট কারটি উদ্ধার ও দুই চোরকে আটক করতে সক্ষম হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ শামীম হোসেন আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসা বাদে জানা গেছে, এই চক্রের দ২/৩ জনের একটি গ্রুপ বিভিন্ন এলাকায় ঘুরে টার্গেট খুঁজতে থাকে। সময় সুযোগ বুঝে নকল চাবি (মাস্টার কি) ব্যবহার করে গাড়ি চুরি করে পালিয়ে যায়। চোরাইকৃত গাড়িটি সিন্ডিকেটের নিকট পৌঁছে দিলে তারা সীমান্তবর্তী দূর্গম এলাকায় নিয়ে যায়। এরপর বিআরটিএ এর সীল ও স্বাক্ষর জাল করে চোরাইকৃত গাড়ির নকল কাগজপত্র তৈরি সহ মূল মালিকের নামের সাথে মিল রেখে নকল দলিল অথবা বিজ্ঞ আদালতের স্বাক্ষর সম্বলিত নিলামের নকল কাগজপত্র প্রস্তুত করে গাড়িটি কম মূল্যে বিক্রি করে তারা। এছাড়া চোরাই গাড়িতে মাদকদ্রব্য গাঁজা ইয়াবা ও ফেনসিডিল পরিবহনের কাজে ব্যবহার করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.