× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পাবনায় ইটভাটা মালিক-শ্রমিকদের বিক্ষোভ-মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

১২ মার্চ ২০২৫, ১৪:১২ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

২০১৩ সালের শেখ হাসিনার করা ইটভাটা আইন বাতিল ও ইটভাটা উচ্ছেদ বন্ধসহ ৯ দফা দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন করেছেন পাবনার ফরিদপুর উপজেলার ইটভাটা মালিক-শ্রমিকরা। বিক্ষোভ ও মানববন্ধন শেষে প্রধান উপদেষ্টা ও পরিবেশ উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।

আজ (১২ মার্চ) বেলা ১১টার দিকে ফরিদপুর থানা পাড়া বাসস্ট্যান্ডে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করেন। পরে তারা উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও পরিবেশ উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি, ফরিদপুর উপজেলার সভাপতি ভিপি আব্দুল হাকিম খান, সমিতির প্রধান উপদেষ্টা আলহাজ্ব জহুরুল ইসলাম, সহ-সভাপতি হাজী হাসান আলী, সাধারণ সম্পাদক ইমদাদুল হক, সহ- সাধারণ সম্পাদক এডভোকেট রাশেদুল ইসলাম রানা সরকার, উপজেলা শ্রমিক নেতা সাজেদুল ইসলাম, ইটভাটা মালিক সরোয়ার হোসেন, রবিউল করিম, রেজাউল করিম, সোহেল রানা, শফিউল ইসলাম জিরণ প্রমুখ।

বক্তারা বলেন, ভারত থেকে ইট আমদানির ষড়যন্ত্রের অংশ হিসেবে ২০১৩ সালে শেখ হাসিনা ইটভাটা নিয়ন্ত্রণে কালো আইন করে। এই কালো আইন বাতিল করতে হবে। ইটভাটা উচ্ছেদের আগে হাজার হাজার শ্রমিকদের জীবনযাত্রা নিশ্চিত করতে হবে। আমাদের ইটভাটা অবৈধ হলে আপনারা কিভাবে লক্ষ লক্ষ টাকার ট্যাক্স ভ্যাট নেন। সুতরাং কালো আইন এবং হাইকোর্টের রায় বাতিল করে ইটভাটার জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হবে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.