× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লোহাগড়ার চর কালনা গ্রামে প্রস্তাবিত ডিসি ইকো পার্ক নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি।

১২ মার্চ ২০২৫, ১৪:১৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে লোহাগড়ার মধুমতী নদী সংলগ্ন চর কালনা গ্রামে প্রস্তাবিত ' ডিসি ইকো পার্ক 'নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

আজ (১২ মার্চ) সকাল ১১টায় চর-কালনা এলাকাবাসীর উদ্যোগে টি চর-কালনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সহস্রাধিক নারী-পুরুষের উপস্থিতিতে মিছিল শুরু হয়।  মিছিল থেকে প্রস্তাবিত ডিসি ইকো পার্ক বন্ধের দাবী জানিয়ে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। পরে মিছিলটি মধুমতী সেতু এলাকা প্রদক্ষিণ করে। ঢাকা - বেনাপোল মহাসড়কের উপর ঘন্টা ব্যাপি বিক্ষোভ প্রদর্শন করে বিক্ষোভকারীরা।  মানববন্ধন চলাকালে ঢাকা - বেনাপোল মহাসড়কের দুপাশের যানচলাচল বন্ধ হয়ে যায়।
এ সময় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক মো: হেমায়েত হোসেন, শিক্ষক মো : মফিজুর রহমান, সুমন রহমান, মো: ওলিয়ার রহমান, মোল্যা রুহুল আমীন, ইদ্রিস আলীসহ প্রমূখ।

বিক্ষোভ মিছিল ও মানববন্ধন শেষে টি চর-কালনা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিশিষ্ট সমাজসেবক মো: হেমায়েত হোসেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, 'গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে লোহাগড়ার মধুমতী নদীর  পশ্চিম পাড়ে তিন ফসলী জমিতে প্রস্তবিত ডিসি ইকো পার্ক নির্মাণের পরিকল্পনা নিয়েছেন, যা জনস্বার্থের পরিপন্থী। প্রায় দু'শতাধিক কৃষি পরিবারকে উচ্ছেদ করে প্রস্তাবিত ডিসি ইকো পার্ক নির্মাণ করতে দেওয়া হবে না। এ জন্য এলাকাবাসী প্রশাসনের উদ্ধতন কর্তৃপক্ষের আশু  সহযোগিতা কামনা করেছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.