× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে লাকী আক্তারকে অবাঞ্চিত ঘোষণা

ফাহিম হাসনাত, জবি প্রতিনিধি ।

১২ মার্চ ২০২৫, ১৪:৪৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

গণজাগরণ মঞ্চের সংগঠক লাকি আক্তারকে অবাঞ্চিত ঘোষণা করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একইসঙ্গে তারা গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছেন তারা। 

মঙ্গলবার রাত দেড়টায় বিশ্বিবদ্যালয় এলাকায় বিক্ষোভ মিছিল শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে ফিরে সংক্ষিপ্ত সমাবেশ থেকে বিশ্বিবদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী ও শাখা ছাত্রইউনিয়নে সাবেক এই নেত্রীকে অবাঞ্চিত ঘোষণা করা হয়।

বিক্ষোভ মিছিল থেকে শিক্ষার্থীরা, "১৩ এর খুনিরা, হুঁশিয়ার, সাবধান", "শাহবাগের বিরুদ্ধে, ডাইরেক্ট একশন", "ল তে লাকি, তুই হাসিনা, তুই হাসিনা,  তুই হাসিনা", "শহীদেরা দিচ্ছে ডাক, শাহবাগ নিপাত যাক", "ওয়ান, টু, থ্রি, ফোর, শাহবাগ নো মোর", "শাহবাগের ঠিকানা, এই বাংলায় হবে না" ইত্যাদি স্লোগান দেন।

সমাবেশে ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নূর নবী বলেন, “শাহবাগ একটি ঘৃণিত নাম হয়ে থাকবে। একটি পরিকল্পিত ইস্যু তৈরি করে লাকি আক্তারদের মাঠে নামানো হয়েছে। আমরা দেখেছি, পুলিশ প্রশাসনের ওপর তারা প্রথমে হামলা চালিয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা লাকি আক্তারকে স্থায়ীভাবে অবাঞ্ছিত ঘোষণা করছে।”

আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিয়াজুল ইসলাম বলেন, “এক সাগর রক্তের বিনিময়ে, হাজার হাজার জীবন ও পঙ্গুত্বের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি, এটাকে ধুলোর সাথে মিশিয়ে দেওয়ার জন্য একঝাক হায়েনা আবার লেলিয়া দেওয়া হয়েছে। তারা কোন সাহসে আমাদের পুলিশ বাহিনীর উপর হামলা করে তার জবাব প্রশাসনকে দিতে হবে। এই কুখ্যাত লাকীসহ যারা ১৩ সালে সন্ত্রাসে অংশ নিয়েছিলো তাদের কেনো গ্রেফতার করা হয়নি, তার জবাব দিতে হবে।'

তিনি আরও বলেন, 'আবার যদি আপনারা সন্ত্রাস শুরু করেন, আবার যদি ১৩ সালের মতো দেশকে অস্থিতিশীল করতে চান, আবার জুলাই বিপ্লব হবে। আবার বাংলাদেশের স্বাধীনতা, সার্বোভৌমত্ব, অখন্ডতার জন্য আবু সাইদ-মুগ্ধরা প্রস্তুত আছে।ভারতীয় দোসরদের আমরা সাবধান করে দিতে চাই। আমরা ইন্টেরিম গভারমেন্টকে স্পষ্ট বার্তা দিতপ চাই, আপনারা আপনাদের মেরুদণ্ডকে শক্ত করুন, আপনারা দেশের পুলিশের নিরাপত্তা নিশ্চিত করেন, এদেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করেন, দেশের মানুষ আপনাদের পাশে আছে।

ইংরেজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তৌফিক বলেন, “২০১৩ সালে লাকি আক্তার ও ইমরান এইচ সরকাররা দেশে অস্থিরতা তৈরি করেছিল। যদি তারা আবারও সেই পরিবেশ সৃষ্টি করতে চায়, তবে শিক্ষার্থীরা কঠোর প্রতিরোধ গড়ে তুলবে।”

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.