× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গফরগাঁওয়ে এক যুবককে পিটিয়ে হত্যা

ময়মনসিংহ ব্যুরো

১২ মার্চ ২০২৫, ১৪:৪৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

ময়মনসিংহের গফরগাঁওয়ে সন্ত্রাসীদের এলাপাতাড়ি পিটুনীতে একজন নিহত হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে পৌর শহরের ৮ নং ওয়ার্ডের শিলাসী কড়ইতলা আশ্রয়ন প্রকল্প এলাকায় রোজার দিনে মাদকাসক্ত একদল যুবকের হাতে ইমরান (৩২) নামে এক যুবক খুন হয়। নিহত ইমরান শিলাসী কড়ইতলা আশ্রয়ন কেন্দ্রে বাসিন্দা । এক বছর আগে সে বিয়ে করেছে । তার স্ত্রী সাবিনা (২২) ৮ মাসের অন্তঃসত্বা। অভিযুক্ত মাদকাসক্ত সানি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিহ্নিত দালাল।

এলাকাবাসী, প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে তিনটার দিকে ইমরান কাজ শেষে বাড়ি ফেরার পথে দেখে কড়ইতলা আশ্রয়ন কেন্দ্রের সামনে সানীর নেতৃত্বে দুই মাদকসেবী মোটর সাইকেলে বসে ইয়াবা সেবান করছে এবং উচ্চস্বরে অসংলগ্ন কথাবার্তা চলছে। ইমরান প্রতিবাদ করে বলে রোজার দিন এসব কাজ ভালো না। এ সময় সানী  ক্ষিপ্ত হয়ে মোটর সাইকেল থেকে নেমে তাদের মোটর সাইকেল থেকে রড বের করে ইমরানের পথরোধ করে। প্রথমে ইমরানের কাছে ৭’শ টাকা পাওনা দাবী করে। কথা কাটাকাটির এক পর্যায়ে সানী মাথা সহ ইমরানের শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারী পিটাতে থাকে।

এলাকাবাসী এগিয়ে এলে সন্ত্রাসীরা মোটর সাইকেল যোগে পালিয়ে যায়। এলাকাবাসী উদ্ধার করে ইমরানকে রিক্সা করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে গেলে সানী ও তার লোকজন হাসপাতাল গেইটের সামনে আবার তাকে মারধর করে। হাসপাতালে জরুরী বিভাগে চিকিৎসা সেবা দিতে বাঁধা দেয়। ইমরানের পরিবারের লোকজন মাইক্রোবাস করে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বিকাল ৬ টার দিকে মেডিকেল কলেজ হাসপাতালে কাছাকাছি এলাকায় তার মৃত্যু হয়।
ইমরানের বোন চম্পা (৩৮), ভাগনে মুন্না (১৮), তুহীন (২০) কাঁদতে কাঁদতে জানায় হাসপাতাল গেইটে আবার হামলা করে মারধর না করলে এবং হাসপাতালে চিকিৎসা সেবা দিতে দিলে হয়তো ইমরানকে বাঁচানো যেতো।

এ ব্যাপারে গফরগাঁও থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে । আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.